জাতীয় সড়কের ফের দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস, আহত ২৫

লাল্টু ও হিমাদ্রি মণ্ডল : গতকাল অর্থাৎ শুক্রবার বীরভূমের উপর দিয়ে যাওয়া ১৪ নং জাতীয় সড়কে মহঃবাজারে দুর্ঘটনার (accident) কবলে পড়ে একটি বেসরকারি যাত্রীবাহী বাস। যে ঘটনায় প্রাণ হারান বাসের কন্ডাক্টর এবং এক চায়না ভ্যানের চালক। শনিবার সেই ঘটনারই পুনরাবৃত্তি ঘটল ওই জাতীয় সড়কের (National Highway) উপর সদাইপুর থানার অন্তর্গত কচুজোড়ের কাছে।

এদিন ১৪ নং জাতীয় সড়ক দুর্ঘটনার কবলে পড়ে একটি সরকারি যাত্রীবাহী বাস। বাসটি দুবরাজপুরের (Dubrajpur) থেকে সিউড়ি (Suri) আসছিল। অন্যদিকে সিউড়ির দিক থেকে যাচ্ছিল একটি ডাম্পার। সেই সময় এই দুটির গাড়ির মুখোমুখি সংঘর্ষ বাধে। দুর্ঘটনায় কমবেশি আহত হন যাত্রীবাহী বাসের কম করে ২৫ জন যাত্রী।

দুর্ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় সদাইপুর থানার পুলিশ। আহত যাত্রীদের তৎক্ষণাৎ উদ্ধার করে পাঠানো হয় সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার জন্য। দুর্ঘটনার কারণে কচুজোড়ের কাছে জাতীয় সড়কে বেশ কিছুক্ষণের জন্য যানজট তৈরি হয়। পুলিশ পরে পরিস্থিতি সামাল দেয়। ঘটনার পরিপ্রেক্ষিতে দুর্ঘটনাগ্রস্ত দুটি গাড়িকেই আটক করেছে পুলিশ।

সরকারি বাসের যাত্রীরা জানিয়েছেন, তাদের বাসটি সঠিকভাবে সঠিক রাস্তা ধরেই চলছিল। কিন্তু কচুজোড়ের কাছে যেখানে সামান্য টার্নিং রয়েছে সেখানে ডাম্পারটি এসে সরাসরি বাসের সামনে ধাক্কা মারে।

বীরভূমের ওপর দিয়ে যাওয়া এই জাতীয় সড়কে প্রতিনিয়ত দুর্ঘটনার ঘটনা ঘটে যাওয়ায় আতঙ্ক বাড়ছে স্থানীয় বাসিন্দাদের ও যাত্রীদের মধ্যে। গত কয়েক দিনের ব্যবধানে দুবরাজপুর থেকে মহঃবাজারের মধ্যে একাধিক দুর্ঘটনা ঘটেছে। এইসকল দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যাও পাঁচের বেশি।