নিজস্ব প্রতিবেদন : করোনা সংক্রমিতের সংখ্যার নিরিখে বিচার করলে ভারতের স্থান বিশ্বের মধ্যে চতুর্থ নম্বরে। এই সংক্রমণের দৌড়ে দেশের মধ্যে সবার আগে নাম আছে মহারাষ্ট্রের। সেখানে সংক্রমিতের সংখ্যা ও করোনা সংক্রমণে মৃতের সংখ্যা সবচেয়ে বেশি। উল্লেখ্য যে মহারাষ্ট্রের সরকার নিয়ম জারি করেছেন সরকারি অফিসগুলি ১৫% কর্মী ও বেসরকারি অফিসগুলি ১০% কর্মী নিয়ে নিজেদের কাজ চালু করতে পারবে।নির্দিষ্ট শর্ত মেনে যাবতীয় ট্যাক্সি, অটোরিকশা ব্যক্তিগত গাড়ি চলাচল করবে।আর যারা অফিস যাবেন তাদের অবশ্যই প্রতিদিন থার্মাল স্ক্রিনিং করাতে হবে।
এই পরিস্থিতিতে মহারাষ্ট্রে একটি গুজব ছড়িয়েছে, শুধু মহারাষ্ট্রে নয়, গুজব ছড়িয়েছে দেশের বিভিন্ন প্রান্তে। গুজবটি হলো ১৫ জুন থেকে আবার নাকি পুরোদমে লকডাউন শুরু হবে। সবথেকে বেশি গুজব মহারাষ্ট্রে ছড়িয়ে বলে খবর। এনিয়ে সোশ্যাল মিডিয়াও রীতিমতো সরগরম। যতদূর জানা গেছে হোয়াটসঅ্যাপ ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই গুজবটি ব্যাপক আকারে মানুষের মধ্যে ছড়িয়ে গেছে। এরপর মানুষের মধ্যে আতঙ্ক ভয়-ভীতি ইত্যাদি জিনিসগুলি স্বাভাবিকভাবেই কাজ করতে শুরু করেছে।
পুরো দেশের মতো মহারাষ্ট্রেও চলছে পঞ্চম দফার লকডাউন। চলছে নাইট কার্ফু রাত ন’টা থেকে ভোর পাঁচটা অবধি। মহারাষ্ট্রে দোকান খোলার অনুমতি দেওয়া হয়েছে সকাল ৯টা থেকে বিকেল ৫টা অবধি। আর মানুষকে বলা হয়েছে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য সংক্রান্ত যাবতীয় নির্দেশিকা মেনে চলতে। তবে গুজব ছড়াতে শুরু করে বুধবারের একটি মন্তব্য নিয়ে। গত বুধবার উদ্ধব ঠাকরে বলেন, সাধারণ মানুষ যদি যাবতীয় স্বাস্থ্যবিধি ঠিকঠাকমতো মেনে না চলেন তাহলে হয়তো আবারও লকডাউন চালু করতে হবে।
लॉकडाऊन पुन्हा जाहीर केलेला नाही. मुख्यमंत्री उद्धव बाळासाहेब ठाकरे यांनी जनतेला विनंती व आवाहन केले आहे की कुठेही गर्दी करू नका. शासनाने दिलेल्या सूचनांचे पालन करा आणि स्वतःची काळजी घ्या.
— CMO Maharashtra (@CMOMaharashtra) June 12, 2020
এরপরেই গুজব রটতে থাকে সোস্যাল মিডিয়ায়।পরিস্থিতি এতটাই বেগতিক হয়ে পড়ে যে সে রাজ্যের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে এনিয়ে পুনরায় মুখ খুলতে হলো। পরিস্থিতি সামাল দিতে তাঁকে আবার ট্যুইট করতে হয়। ট্যুইট করে সকল রাজ্যবাসীকে তিনি আবেদন করেন, দয়া করে আপনারা গুজবে কান দেবেন না। একটি অসৎ উদ্দেশ্য নিয়েই গুজব রটানো হয়েছে।
শুক্রবার মুখ্যমন্ত্রী অফিস থেকে ট্যুইট করে বলা হয়েছে, “পুনরায় আর লকডাউন জারি হচ্ছে না। মুখ্যমন্ত্রী উদ্ধব বালাসাহেব ঠাকরে জনগণের কাছে আবেদন করছেন যেন সাধারণ মানুষ দয়া করে ভিড় না করেন।সরকারী যাবতীয় স্বাস্থ্যবিধি সম্পর্কিত নির্দেশিকা মেনে চলুন। নিজেদের নিরাপত্তার জন্যই সর্তকতা প্রয়োজন।”
রাজের অপর মন্ত্রী আদিত্য ঠাকরেও ট্যুইট করে বলেন, “সোশ্যাল সাইটে নানারকম ভুয়ো খবর ছড়ানো হচ্ছে। পুরোপুরি লকডাউন আর জারি করা হবে না। জনগণের কাছে আবেদন করা হচ্ছে আপনারা সামাজিক দূরত্ব বজায় রাখুন।”
Please do not give into fake news about lockdown. As of now, Begin Again is in motion. @CMOMaharashtra Uddhav Thackeray ji has appealed to all citizens to ensure social distancing, so as to not get even close to a lockdown. Safety of citizens is and will be the only parameter.
— Aaditya Thackeray (@AUThackeray) June 12, 2020
সকলের কাছে অনুরোধ সোশ্যাল মিডিয়ায় ছড়ানো কোন উত্তেজক বার্তা শেয়ার করার আগে সেটিকে একটু যাচাই করে নিন। অযথা গুজব রটাবেন না, গুজব শুনে ভয়ও পাবেন না। সামাজিক দূরত্ব বজায় রাখুন, ভাল থাকুন, সুস্থ থাকুন।