Weather Update South Bengal: ঝড়-বৃষ্টি অতীত! ফের হুড়মুড়িয়ে বাড়বে দক্ষিণবঙ্গের তাপমাত্রা, আবার পুড়তে হবে ৪২ ডিগ্রির গরমে

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : টানা ২০ দিন ধরে গরমে পড়েছে দক্ষিণবঙ্গের (South Bengal) সব জেলা। তবে এরপর ঝড়-বৃষ্টি নেমে আসার কারণে স্বস্তি ফেরে দক্ষিণবঙ্গে। কিন্তু আবার সেই স্বস্তিও আর বেশি দিন নয় বলেই জানা যাচ্ছে আইএমডির ওয়েবসাইট (IMD) থেকে। আইএমডির ওয়েবসাইট থেকে যে তথ্য (Weather Update South Bengal) পাওয়া যাচ্ছে তাতে ফের দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলার সর্বোচ্চ তাপমাত্রা হুড়মুড়িয়ে বাড়বে এবং ফের সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রি ছুঁয়ে যাবে।

Advertisements

হাওয়া অফিস সূত্রে যে আপডেট পাওয়া গিয়েছে সেই আপডেট অনুযায়ী ১৩ মে অর্থাৎ সোমবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বৃষ্টির সম্ভাবনা থাকলেও সেই বৃষ্টির পরিমাণ থাকবে সামান্য। এদিন জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির দেখা মিলতে পারে বলে মনে করা হচ্ছে এবং এর পাশাপাশি ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে।

Advertisements

তবে এরপর থেকেই আবার আবহাওয়া ধীরে ধীরে পরিবর্তন আসতে শুরু করবে। মঙ্গলবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বৃষ্টির পরিমাণ কমবে এবং কোনরকম বজ্রবিদ্যুৎ অথবা ঝড়ের সম্ভাবনা দেখতে পাচ্ছে না হাওয়া অফিস। আর এরই সঙ্গে সঙ্গে ফের একবার সর্বোচ্চ তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী হবে দক্ষিণবঙ্গে। গত কয়েকদিন আগে যে সকল জেলায় সর্বোচ্চ তাপমাত্রার পারদ একেবারে শীর্ষে উঠেছিল, সেই সকল জেলাগুলিতে ফের সর্বোচ্চ তাপমাত্রার পারদ বাড়তে শুরু করবে বলেই হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে।

Advertisements

আরও পড়ুন ? Kolkata Municipal Corporation: বন্যা হলেও জল জমবে না কলকাতায়! নয়া উদ্যোগ পৌর নিগমের

মঙ্গলবার বীরভূমের সর্বোচ্চ তাপমাত্রা ২ ডিগ্রী বেড়ে ৩৭° হতে পারে, অন্যদিকে বীরভূমের সর্বোচ্চ তাপমাত্রা শুক্রবার ফের একবার ৪০ ডিগ্রি ছুঁয়ে যাবে। এরপর টানা তিন দিন সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি থাকবে বলেই জানানো হয়েছে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা মঙ্গলবার থেকে উর্ধ্বমুখী হওয়ার পর চলতি সপ্তাহের শেষের দিকে তা পৌঁছে যাবে ৩৭ ডিগ্রিতে। পুরুলিয়ার সর্বোচ্চ তাপমাত্রা চলতি সপ্তাহেই ফের একবার ৪২ ডিগ্রিতে পৌঁছে যাবে। বৃহস্পতিবার পুরুলিয়ার সর্বোচ্চ তাপমাত্রা ৪০° পার করবে।

পুরুলিয়ার মতোই পরিস্থিতি হবে বাঁকুড়া, পশ্চিম বর্ধমানের। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার পরিস্থিতি চলতি সপ্তাহের ফের একবার খুব খারাপ পরিস্থিতির মধ্যে পৌঁছে যাবে। কেননা চলতি সপ্তাহেই পাঁশকুড়ার সর্বোচ্চ তাপমাত্রা ৪৩.২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যেতে পারে বলে হাওয়া অফিসের তরফ থেকে অনুমান করা হচ্ছে। অন্যান্য জেলা যেমন মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর এই সকল জেলারও সর্বোচ্চ তাপমাত্রা চলতি সপ্তাহেই ৪০ ডিগ্রি ছুঁয়ে যাবে।

Advertisements