ভারতীয় ব্যাটসম্যান সেজে ব্যাট হাতে সোজা মাঠে, থ নেটিজেনরা

Shyamali Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : এই প্রথম নয়, এর আগেও একই ঘটনা ঘটেছে। তাও আবার একই সিরিজে। ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের চলতি টেস্ট সিরিজে ভারতীয় খেলোয়াড় সেজে পরপর দুবার মাঠে ঢুকে যাওয়ার ঘটনা ঘটলো। যে ঘটনায় ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে এই বিষয়টি নিয়ে প্রশ্ন এবং বিতর্ক শুরু হলেও নেটিজেনরা বিষয়টিকে বেশ হাসির ছলেই নিচ্ছেন।

Advertisements

ভারতীয় খেলোয়াড় সেজে মাঠে নেমে যাওয়ার প্রথম ঘটনা ঘটে লর্ডসে। সেই সময়ই জার্ভো প্রথম এমন কীর্তি করেন। ভারতীয় ক্রিকেট দল লাঞ্চের পর ফিল্ডিং করতে নামছেন। সেইসময়ই এই ফ্যান জার্ভো ভারতীয় খেলোয়াড়দের জার্সি পরে পিছুপিছু মাঠে নেমে যান। কেউ বিষয়টি টের পাননি। মাঠে নেমে তিনি হঠাৎ খেলোয়াড়দের নির্দেশ দিতে শুরু করেন। তখনই বিষয়টি নজরে এলে নিরাপত্তারক্ষীরা তাকে মাঠ থেকে তুলে নিয়ে যান।

Advertisements

লর্ডস টেস্টে সেই ঘটনারই পুনরাবৃত্তি ঘটলো হেডিংলেতে। তবে এবার তিনি ফিল্ডিং করার সময় নয়, বরং সোজাসুজি ভারতীয় খেলোয়াড় সেজে ব্যাট হাতে ক্রিজে নেমে গেলেন ব্যাট করতে। হেডিংলে টেস্টের তৃতীয় দিনের খেলা চলাকালীন রোহিত শর্মা হাফ সেঞ্চুরি করার পর আউট হয়ে প্যাভিলিয়নে ফিরছেন। অন্যদিকে ব্যাট করতে নামেন ক্যাপ্টেন বিরাট কোহলি। তবে এই দুই সময়ের ব্যবধানের মাঝেই আরও একজন ভারতীয় ব্যাটসম্যান প্যাড, গ্লাভস, হেলমেট পরে মাঠে নেমে পড়লেন। তিনি কে? তিনি সেই ফ্যান জার্ভো। এবারও তাকে নিরাপত্তারক্ষীরা টেনে হিঁচড়ে মাঠের বাইরে নিয়ে যান।

Advertisements

https://twitter.com/virooting/status/1431280236969152517?s=19

পরপর এমনভাবে দু’বার এই ঘটনা ঘটানো ওই ব্যক্তির পুরো নাম ড্যানিয়েল জার্ভিস। তিনি নিজেকে একজন ভারতীয় ক্রিকেট দলের সদস্য বলে দাবি করেছেন। তবে এদিনের এই ঘটনার সময় ৬৯ নম্বর জার্সি পরা স্থূলকায় মুখে মাস্ক পরা এমন কীর্তি দেখে থ বিরাট কোহলি, পুজারা থেকে আম্পায়ার এবং দর্শকরা।

Advertisements