ফের রাজ্যে আছড়ে পড়লো টর্নেডো, আতঙ্ক সাগরে

Shyamali Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ঘূর্ণিঝড় ইয়াস আছড়ে পড়ার আগে থেকেই রাজ্যের একাধিক জেলায় আছড়ে পড়তে দেখা গিয়েছে স্থানীয়ভাবে টর্নেডো। এই সকল লোকাল টর্নেডোর কারণে অসংখ্য বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে চুঁচুড়া, হালিশহর, অশোকনগর, মুরারই সহ একাধিক এলাকায়। একইভাবে বৃহস্পতিবার ফের একটি লোকাল টর্নেডো আছড়ে পড়লো রাজ্যে। আর এই লোকাল টর্নেডোর কারণে আতঙ্ক সৃষ্টি হয় দক্ষিণ ২৪ পরগনার সাগরে।

Advertisements

জানা যাচ্ছে, বৃহস্পতিবার সকালে সাগরের মন্দিরতলায় হুগলি নদীতে একটি ঘূর্ণাবর্ত লক্ষ্য করা যায়। নদীর পাড়ে সেই সময়ে কাজ করতে থাকা কয়েকজন এই ঘটনা দেখে বুঝতে পারেন টর্নেডো তৈরি হচ্ছে। পরে পরেই তারা সতর্ক হয়ে যান। তাদের থেকেই জানা গিয়েছে, ঝড়ের দাপটে নদীর জল অনেকটা উঁচুতে উঠে যায়। তারপরেই বিষয়টি স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়ে এবং এলাকায় আতঙ্ক ছড়ায়।

Advertisements

জানা গিয়েছে, স্থানীয়ভাবে তৈরী হওয়া এই টর্নেডোর প্রায় আধ ঘণ্টার বেশি সময় ধরে হুগলি নদীর মাঝে নিজের দাপট দেখায়। আর এই দীর্ঘ সময়ে নিজের দাপট দেখানোর পর ধীরে ধীরে তা স্বাভাবিক হয়। নদীর মাঝে এই ঘটনা ঘটায় সেরকম কোনো ক্ষয়ক্ষতির খবর নেই বলে জানা যাচ্ছে। তবে ঝড়ের তীব্রতা যে পরিমাণ ছিল তাতে লোকালয়ে আছড়ে পড়লে অবশ্যম্ভাবীভাবে বিপুল ক্ষয়ক্ষতি ডেকে আনতো।

Advertisements

প্রসঙ্গত, ইয়াস ঘূর্ণিঝড় পূর্ববর্তী এবং পরবর্তী সময়ে রাজ্যে যেসকল লোকাল টর্নেডো আছড়ে পড়েছিল তার দাপটে হুগলি এবং উত্তর ২৪ পরগনায় ২০-৩০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছিল। এই দুই জেলা ছাড়াও বীরভূমের মুরারই ব্লকেও ১৫-এর বেশি বাড়ি ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছিল।

Advertisements