Weather Update South Bengal: দোলের আগে বদলে যাবে আবহাওয়া, ফের এই দিন থেকে ধেয়ে আসছে বৃষ্টি

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দিন কয়েক আগেই আকাশ মেঘে ঢাকা থাকার পাশাপাশি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা বৃষ্টির মুখোমুখি হয়েছে। বিশেষ করে পশ্চিমের বেশ কিছু জেলায় ক্ষণেক্ষণে বৃষ্টি দেখা গিয়েছে। অবশ্য এখন সেই বৃষ্টির ঘনঘটা কাটিয়ে আকাশ পরিষ্কার হয়েছে আর আকাশ পরিষ্কার হতেই বদলে গিয়েছে আবহাওয়া। ঠিক একই রকম আবহাওয়ার বদল (Weather Update West Bengal) দেখা যাবে দোলের আগে বলেই জানাচ্ছে হাওয়া অফিস (IMD)।

Advertisements

বর্তমানে দক্ষিণবঙ্গের আবহাওয়ার যে পরিস্থিতি দেখা যাচ্ছে তাতে আকাশ পরিস্কার থাকার কারণে রাত ও সকালের দিকে শিরশিরানি ভাব অনুভূত হচ্ছে। এমন শিরশিরানি ভাব সবচেয়ে বেশি অনুভব করা যাচ্ছে পশ্চিমের জেলাগুলিতে। কেননা এই সকল জেলায় এখনো পর্যন্ত পাকাপাকিভাবে শীত বিদায় নেয়নি। আবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে গরম।

Advertisements

দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে এখন আকাশ পরিষ্কার থাকার কারণে একদিকে যেমন সর্বনিম্ন তাপমাত্রার পারদ কিছুটা হলেও কম রয়েছে, ঠিক সেই রকমই আবার সর্বোচ্চ পারদও তরতরিয়ে বাড়ছে। তবে এই পরিস্থিতির বদল আগামী দিন ছয়েকের মধ্যেই আসতে চলেছে বলে জানাচ্ছে হওয়া অফিস। কেননা পশ্চিমের জেলাগুলিতে নতুন করে বৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে।

Advertisements

আরও পড়ুন ? খামখেয়ালি আবহাওয়াতেও ২২,২২২ ফুট শৃঙ্গ জয় করে নজির ভারতীয় জওয়ানদের

হাওয়া অফিসের পূর্বাভাস থেকে জানা যাচ্ছে, আগামী ১৪ মার্চ থেকে নতুন করে বৃষ্টি আর দুর্যোগের মুখোমুখি হবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা। দক্ষিণবঙ্গের এই সকল জেলাগুলি মূলত পশ্চিমের। যদিও আবার সেই বৃষ্টির পরিমাণ যে খুব বেশি হবে তাও নয়। হালকা বৃষ্টির পূর্বাভাস যেমন রয়েছে ঠিক সেই রকমই আবার আবহাওয়া আমূল পরিবর্তন আসার পূর্বাভাসও দেওয়া হচ্ছে হাওয়া অফিসের তরফ থেকে।

পূবালী হাওয়া এবং পশ্চিমী ঝঞ্ঝার সংঘাতের কারণে এমন আবহাওয়ায় বদল আসবে বলে মনে করা হচ্ছে হাওয়া অফিসের তরফ থেকে। এমন পরিস্থিতির কারণে পশ্চিমের বেশ কিছু জেলায় হালকা বৃষ্টির পাশাপাশি বজ্রবিদ্যুতের সম্ভাবনা তৈরি হচ্ছে। এছাড়াও ঐ সকল জেলায় সারাদিন আকাশ মেঘলা থাকবে বলেও জানানো হয়েছে। অন্যদিকে এর পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও আকাশ আংশিক মেঘলা থাকবে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে। আবহাওয়ার এমন পরিবর্তনের দিকে হাওয়া অফিসের তরফ থেকে নজরদারি চালানো হচ্ছে এবং সময়ের পরিপ্রেক্ষিতে পূর্ণাঙ্গ আপডেট দেওয়া হবে বলেও জানানো হয়েছে।

Advertisements