মালদার বাসিন্দাদের জন্য সুখবর, এবার স্টপেজ দেবে রাজধানী এক্সপ্রেস, কবে থেকে জানুন

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : ভারতীয় রেলের (Indian Railways) উপর নির্ভর করে প্রতিদিন দেশের প্রায় এক কোটি মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করে থাকেন। যে কারণে দেশের অধিকাংশ মানুষই চান তাদের এলাকায় যেন আরও বেশি করে ট্রেন স্টপেজ দেয়। ট্রেনের স্টপেজ দেওয়া নিয়ে বিভিন্ন সময় স্থানীয় বাসিন্দাদের মধ্যে বিক্ষোভেও সামিল হতে দেখা যায়। অন্যদিকে এই সকল দাবি দাওয়ার মধ্যেই এবার মালদার (Malda) বাসিন্দাদের জন্য রেলের তরফ থেকে দেওয়া হল একটি সুখবর।

রেলের তরফ থেকে মালদার বাসিন্দাদের জন্য যে সুখবর দেওয়া হয়েছে তা হল রাজধানী এক্সপ্রেসের (Rajdhani Express) স্টপেজ। এর আগে কোনদিন মালদা স্টেশনে রাজধানী এক্সপ্রেস স্টপেজ দেয়নি। তবে দীর্ঘদিন ধরেই মালদায় যাতে রাজধানী এক্সপ্রেস স্টপেজ দেয় তার জন্য প্রচেষ্টা চালানো হচ্ছিল। অবশেষে সেই প্রচেষ্টার সুফল মিলতেই রবিবার সাংবাদিক বৈঠক করে এই সুখবরটি আনুষ্ঠানিকভাবে দেওয়া হয়।

আগরতলা থেকে দিল্লী যে রাজধানী এক্সপ্রেস যাতায়াত করে সেই ট্রেনটি মালদা শহর ছুঁয়ে যাবে এবং মালদা রেলস্টেশনে স্টপেজ দেবে। যাওয়া এবং আসার পথে মালদা স্টেশনে ট্রেনটি ১০ মিনিট করে দাঁড়াবে। আগরতলা আনন্দ বিহার তেজস রাজধানী এক্সপ্রেসের মালদা স্টেশনের টিকিট রবিবার থেকেই কাটা শুরু হয়ে গিয়েছে। এই ট্রেনটিকে মালদা স্টেশনে আনার জন্য রুটের ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন করা হয়েছে।

এতদিন আগরতলা থেকে দিল্লি রাজধানী এক্সপ্রেস পশ্চিমবঙ্গের কেবলমাত্র একটি স্টেশনে স্টপেজ দিত। ট্রেনটি পশ্চিমবঙ্গের নিউ জলপাইগুড়ি স্টেশনের স্টপেজ দেওয়ার পর দাঁড়াত বিহারের কাটিহার স্টেশনে। এখন যে রুটের পরিবর্তন করা হয়েছে তার পরিপ্রেক্ষিতে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ট্রেনটি মালদা আসবে এবং তারপর বিহারের দিকে রওনা দেবে। পরবর্তী স্টেশন হিসেবে দাঁড়াবে ভাগলপুরে।

পরিবর্তিত রুট হিসাবে এখন রেলের তরফ থেকে এই ট্রেনটির যে সকল স্টপেজের তালিকা দেওয়া হয়েছে সেগুলি হল আমবাসা, ধর্মনগর, নিউ করিমগঞ্জ, বদরপুর, হোজাই, গুয়াহাটি, রঙ্গিয়া, বরপেটা রোড, নিউ জলপাইগুড়ি, মালদহ টাউন, ভাগলপুর, জামালপুর, পটনা, পণ্ডিত দিনদয়াল উপাধ্যায় জংশন, কানপুর সেন্ট্রাল স্টেশন এবং আনন্দবিহার টার্মিনাল স্টেশন। মালদা স্টেশনে ট্রেনটি স্টপেজ দেবে ২০২৪ সালের ১৫ জানুয়ারি থেকে।