সংকট বাড়ছে ঐন্দ্রিলার, এই অবস্থায় অভিনেত্রীর খুনসুটির পুরাতন ভিডিও ভাইরাল

Shyamali Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : এখনো হাসপাতালে ভর্তি রয়েছেন অভিনেত্রী ঐন্দ্রিলা। শুধু ভর্তি রয়েছেন এমন নয়, পাশাপাশি তার শারীরিক অবস্থার উন্নতির কোন লক্ষণ দেখা যাচ্ছে না। এরই মধ্যে বুধবার রক্তচাপ বৃদ্ধি পাওয়ার পর পর দুবার হার্ট অ্যাটাক হয়। তবে অভিনেত্রীর সুস্থ হয়ে ফিরে আসা নিয়ে কেউ আশা ছাড়ছেন না। কারণ এর আগেও অভিনেত্রীকে দুবার মৃত্যু জয় করে স্বাভাবিক জীবনে ফিরতে দেখা গিয়েছে।

Advertisements

অভিনেত্রীর এই দুর্বিষহ অবস্থায় তার পাশে সব সময় রয়েছেন সব্যসাচী। অন্যদিকে ঐন্দ্রিলার মা ও বাবা একপ্রকার ভেঙ্গে পড়েছেন। তারা সোশ্যাল মিডিয়ায় তাদের মেয়ের জন্য প্রার্থনা করতে অনুরোধ জানিয়েছেন সকলকে। অন্যদিকে সভ্যসাচীও সোশ্যাল মিডিয়ায় ঐন্দ্রিলার পরিস্থিতি নিয়ে উদ্বেগজনক পোস্ট করেছেন।

Advertisements

অভিনেত্রীর কাছের মানুষেরা ছাড়াও তার অনুরাগীরাও সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়ত তার সুস্থ কামনার জন্য প্রার্থনা করছেন। এমন অবস্থায় বারবার ভেসে উঠছে অভিনেত্রীর খুনসুটির বেশ কিছু ভিডিও। যে ভিডিওগুলি পুরাতন হলেও তার অনুরাগীরা সেগুলিকে দেখেই মন ভরাচ্ছেন এবং চোখের কোনে জল জমতে দেখা যাচ্ছে।

Advertisements

এসবের মধ্যেই একটি টক শোতে ঐন্দ্রিলা ও সব্যসাচীর মুখোমুখি হওয়ার একটি ভিডিও ভাইরাল হয়েছে নতুন করে। সেখানে একটি প্রশ্ন ওঠে, ঝগড়া হলে কে প্রথম সরি বলেন? এই প্রশ্নের উত্তরে ঐন্দ্রিলা সভ্যসাচীর দিকে আঙুল তুলে দেখিয়ে বলেন ‘ও’। কে বেশি রেগে যায় এই প্রশ্ন উঠলে নিজে থেকেই ঐন্দ্রিলা বলেন সে। সেই উত্তরকে সম্মতি দেখতে দেখা যায় সব্যসাচীকেও।

দুজনের সম্পর্ক নিয়ে এই ধরনের নানান প্রশ্ন ওঠে এই টক শোতে। সেখানে দুজনের খুনসুটিও দেখা যায়। এই ভিডিওটি চার সপ্তাহ আগে আপলোড করা হয়েছিল সোশ্যাল মিডিয়ায় এবং এখন এই ভিডিওটি নতুন করে ভাইরাল হতে শুরু করেছে। ভিডিওটি দেখার পর অভিনেত্রীর অনুরাগীদের চোখের কোন ছল ছল করছে।

Advertisements