৫ স্টার AC হয়ে যাবে ৪ স্টার, আসছে কেন্দ্রের নয়া নিয়ম

SHARMISTHA CHATTERJEE

Published on:

Advertisements

অত্যধিক গরমে হাঁসফাঁস পরিস্থিতিতে বাড়িতে নতুন এসি নিয়েছেন? সেক্ষেত্রে কেন্দ্রের তৈরি করা এই নতুন নিয়ম গুলি আপনার জানা অত্যন্ত জরুরী। আবার অনেকেই নতুন এসি কেনার কথা ভাবছেন, সে ক্ষেত্রে কত স্টারের এসি কিনলে কি সুবিধা পাওয়া যায়, আগামী ১ জুলাই থেকে সেই সম্পর্কিত নতুন নিয়ম লাগু হতে চলেছে কেন্দ্রীয় সরকারের তরফে। নতুন নিয়মে ভারতের এসির এনার্জি রেটিং এর ক্ষেত্রে নিয়ম বদল হতে যাচ্ছে। মূলত ফাইভ স্টার এসির ক্ষেত্রে নতুন নিয়মের সংযোজন ঘটবে।

Advertisements

স্টার রেটিং ঠিক কত রয়েছে তা দেখেই এসি নির্বাচন করা হয়ে থাকে। বিউরো অফ এনার্জি এফিসিয়েন্সি এসির ক্ষেত্রে শক্তি নির্ধারক সূচক হিসেবে রেটিং দিয়ে থাকে। যার দ্বারা ক্রেতারা খুব সহজেই বুঝতে পারে একটি এসির ক্ষেত্রে ঠিক কী পরিমাণ শক্তির প্রয়োজন।

Advertisements

অধিক স্টার যুক্ত এসির ক্ষেত্রে শক্তি সঞ্চয় বেশি হয়, যার ফলে ইলেকট্রিক বিল অনেক কম আসে। এসির ক্ষেত্রে শক্তির দক্ষতা ২৪ ডিগ্রি থেকে ৪৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং আউটডোর এর উপর নির্ভর করে এসির গড় পারফরম্যান্স গণনা করা হয়ে থাকে।

Advertisements

আগামী ১ জুলাই থেকে লাঘু হওয়া নতুন এসির রেটিং এর ক্ষেত্রে যদি আপনার কাছে পূর্বের ৫ স্টারের এসি থাকে সে ক্ষেত্রে তা কমে ৪ স্টার হয়ে যাবে। এসি দু’রকম প্রকারভেদে উইন্ডো এবং স্প্লিট এই দুয়ের ক্ষেত্রেই স্টার রেটিং সামান্য হেরফের ঘটবে। নতুন নিয়মের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো এক্ষেত্রে নতুন এসি কিনতে গেলে আপনার খরচ বৃদ্ধি পাবে। প্রোডাকশন এর খরচ বাড়ার সাথে সাথে এসির দাম সাত থেকে দশ পার্সেন্ট বৃদ্ধি পেতে চলেছে।

ফাইভ স্টারে এসির ক্ষেত্রে মূল্য বৃদ্ধি নিয়ে অনেকের মনে প্রশ্ন থাকে। সেক্ষেত্রে বলা যায় ফাইভ স্টার এসি বানানোর জন্য প্রস্তুতকারক সংস্থাগুলিকে কয়েকটি বিষয় যেমন এয়ার ফ্লও, কপার টিউবের সারফেসএরিয়া সাথে সাথে শক্তির দক্ষতা বৃদ্ধির দিকে নজর রাখতে হয়। ফলে ফাইভস্টার এসির ক্ষেত্রে মূল্য স্বাভাবিকভাবেই বৃদ্ধি পায়। এসির ক্ষেত্রে এই নতুন নিয়মটি চালু হওয়ার কথা ছিল চলতি বছরের জানুয়ারিতে। কিন্তু করোনা পরিস্থিতির কারণে প্রস্তুতকারক সংস্থাগুলি আবেদন জানিয়েছিলেন কি সমাজ সময় দিতে যাতে করে থাকা স্টকগুলি সংস্থার পক্ষ থেকে খালি করার সময় পায়। ২০২৫ সালে ফের এসির স্টার রেটিং এর ক্ষেত্রে নিয়ম পরিবর্তন হতে পারে।

Advertisements