Air India: জরিমানা দিতে হবে এয়ার ইন্ডিয়াকে, কারণ জানলে ভয় পাবেন আপনিও। টাটা গ্রুপের অধীনস্ত এয়ার ইন্ডিয়ার (Air India) বিরুদ্ধে জারি করা হয়েছে জরিমানা। জরিমানা জারি করেছে ডিজিসিএ। তাও আবার ৯০ লক্ষ টাকার। এছাড়াও এয়ার ইন্ডিয়ার ডিরেক্টর অপারেশন্সকে আলাদাভাবে ৬ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। ৩ লক্ষ টাকার জরিমানা করা হয়েছে ডিরেক্টর ট্রেনিং-এর বিরুদ্ধেও। কিন্তু কেন? হটাৎ কি এমন হলো যে প্রায় ৯৯ লক্ষ টাকার জরিমানা করা হলো টাটা গ্রুপের অধীনস্থ এই সংস্থার বিরুদ্ধে।
ডিজিসিএর পক্ষ থেকে এয়ার ইন্ডিয়ার (Air India) বিরুদ্ধে করা অভিযোগের কারণ ব্যাখ্যা করা হয়েছে। তারা জানিয়েছে এয়ার ইন্ডিয়া নাকি একজন প্রশিক্ষণহীন চালককে দিয়ে একটি বিমান উড়িয়েছেন। বিমানটিকে চালানো হয়েছে রিয়াধ রুটে। একটি বিমানকে আকাশ পথে ওড়ানোর জন্য বিমানে থাকা কর্মী নির্ধারণের ক্ষেত্রে একটি নির্দিষ্ট নিয়ম মেনে চলতে হয়। নিয়ম অনুযায়ী, একটি বিমানে একজন প্রশিক্ষণপ্রাপ্ত ক্যাপ্টেনের সাথে একজন প্রশিক্ষণরত পাইলট থাকবেন। তারাই এই বিমানটিকে চালনা করবেন। কিন্তু রিয়াধ রুটে চালানো একটি বিমান এয়ারপোর্টে অবতরণ করার পর দেখা যায় অবাক করা এক ঘটনা। সেই বিমানটিতে কোন ট্রেইন্ড ক্যাপ্টেন ছিলেনই না।
এয়ার ইন্ডিয়ার (Air India) পক্ষ থেকে যে কোন ট্রেইন্ড ক্যাপ্টেন রাখা হয়নি বিষয়টা ঠিক তেমন নয়। আসলে ওই নির্দিষ্ট বিমানটির জন্য যে ক্যাপ্টেনকে নির্বাচন করা হয়েছিল তিনি আচমকাই অসুস্থ হয়ে পড়েন। তবে সমস্যাটা হল নির্দিষ্ট ক্যাপ্টেনের পরিবর্তে অন্য কোন প্রশিক্ষণপ্রাপ্ত ক্যাপ্টেনকে পাঠানো উচিত ছিল। কিন্তু এয়ার ইন্ডিয়া তা করেনি। যারা রোস্টার তৈরির দায়িত্বে থাকেন তারাই মূলত করেছেন এই গন্ডগোল। প্রশিক্ষণপ্রাপ্ত ক্যাপ্টেনের পরিবর্তে পাঠিয়ে দিয়েছেন একজন রেগুলার লাইন ক্যাপ্টেনকে। নি:সন্দেহে বিষয়টা বেশ ঝুঁকিপূর্ণ।
আরো পড়ুন: শক্তি বাড়ছে টাটাদের এয়ার ইন্ডিয়ার, জুড়ে যাচ্ছে আরও একটি সংস্থা
স্বাভাবিকভাবেই এয়ার ইন্ডিয়ার (Air India) বিরুদ্ধে উঠেছে নিয়ম লঙ্ঘনের অভিযোগ। এরপর যাবতীয় নথিপত্র পর্যালোচনা করে ডিজিসিএ নিশ্চিত হয় এই ঘটনার ব্যাপারে। বিষয়টি মোটেও হালকা ভাবে নেওয়ার বিষয় নয়। অত্যন্ত গুরুতর একটি অপরাধ করেছে এয়ার ইন্ডিয়া। বিজিসিএর পক্ষ থেকে বিষয়টিকে একেবারেই হালকা ভাবে দেখা হচ্ছে না। তারাও এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা করেছে। একজন প্রশিক্ষণপ্রাপ্ত ক্যাপ্টেনের বদলে রেগুলার লাইন ক্যাপ্টেনকে পাঠিয়ে দেওয়া সেই বিমানের যাত্রীদের জন্য কতটা ঝুঁকিপূর্ণ ছিল তা আলাদাভাবে ব্যাখ্যা করে বোঝানোর দরকার নেই।
যখন বিমানটি চলছিল তখন হয়তো যাত্রীরা এই বিষয়টি নিয়ে অবগত ছিলেন না। কিন্তু এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে ওঠা অভিযোগ এবং শাস্তি ঘোষণার পর সকলেই এটা জেনে গেছেন। আর তারা ঠিক কতটা বিপদের মধ্যে যাত্রা করেছেন এটা ভেবেই আতঙ্কিত প্রত্যেকে। সেদিন সামান্য ভুল চুকে ঘটে যেতে পারত বড় কোন দুর্ঘটনা। ডিজিসিএর পক্ষ থেকে ইতিমধ্যে বড় অংকের জরিমানা সহ কঠোর শাস্তির ব্যবস্থা করা হয়েছে এয়ার ইন্ডিয়ার (Air India) বিরুদ্ধে। কিন্তু সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের প্রভাব একটুও কমেনি। এই ঘটনার যদি পুনরাবৃত্তি হয় তাহলে যেকোনো মুহূর্তে বড় কোন বিপদের সম্মুখীন হতে পারেন যাত্রীরা। এখন থেকে বিমানে যাত্রা করার সময় রীতিমতো আতঙ্কের মধ্যে থাকবেন সকলে এমনটাই জানিয়েছে এক যাত্রী।