Air India Flight will have luxury features and even passengers will get free WiFi: এয়ার ইন্ডিয়ার বিমান পরিষেবার প্রথম পত্তন ঘটান জেআরডি টাটা। ভারতে লাক্সারি ফিচার ও প্রিমিয়াম ক্লাস ফ্লাইটের একমাত্র সংজ্ঞা হলো এয়ার ইন্ডিয়া(Air India Flight)। এর খ্যাতি ছড়িয়ে পড়েছিল গোটা বিশ্বে। এয়ার ইন্ডিয়ার প্রশিক্ষণ এত ভালো ছিল যে বিশ্বের বিভিন্ন এয়ার লাইন্স সংস্থা এয়ার ইন্ডিয়ার থেকে প্রশিক্ষণ নিত।
এই এয়ার ইন্ডিয়ার ঐতিহাসিক হাতবদল হয়ে ফের ফিরে আসে টাটা গ্রুপের কাছে। গ্রাহকরা কিন্তু অধির আগ্রহে অপেক্ষায় আছে যে হয়তো আবার সেই বিলাসবহুল পরিষেবা তারা পাবে এয়ার ইন্ডিয়াতে (Air India Flight)। তবে যাত্রীরা খুব তাড়াতাড়ি পাবে সুখবর। এয়ার ইন্ডিয়ার যাত্রীরা আবার ফিরে পেতে চলেছে লাক্সারি ফিচার ও প্রিমিয়াম পরিষেবা। এমনকি আকাশপথে যাত্রীরা পাবে বিনামূল্যে ওয়াইফাই।
টাটা গোষ্ঠী এবার এয়ার ইন্ডিয়ার মালিকানা ফিরে পাওয়ার পর রীতিমতো ঢেলে সাজিয়ে ফেলতে চাইছে এয়ার ইন্ডিয়াকে (Air India Flight)। এয়ার ইন্ডিয়া এখন চিন্তাভাবনা করছে যে ছয়টি ওয়াইড বডি প্লেন আনার। সূত্রের মাধ্যমে জানা গেছে যে, আগামী কয়েক মাসের মধ্যে, এয়ারবাস খুব শীঘ্রই ওয়াইড বডি A350 বিমান এয়ার ইন্ডিয়ার পরিষেবার সঙ্গে যুক্ত হচ্ছে। এয়ার ইন্ডিয়া খুব তাড়াতাড়ি নিজেকে বিলাসিতায় ভরিয়ে তুলছে। শুধুমাত্র যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে বসবার জায়গায় থাকবে বিলাসবহুল ইনফোটেইনমেন্ট সিস্টেম। এই বিমানে যাত্রীরা পাবে বিনামূল্যে ওয়াইফাই এর সুযোগ।
টাটা গ্রুপ এয়ার ইন্ডিয়াকে (Air India Flight) সুন্দরভাবে সাজানোর জন্য প্রচুর টাকা খরচ করেছে। যাত্রীদের সুবিধার কথাও তারা সব সময় মাথায় রাখছে। যাত্রীদের বিভিন্ন বিলাসবহুল সুযোগ সুবিধা দেওয়ার জন্য টাটা গ্রুপের খরচ হয়েছে প্রায় ৪০ কোটি ডলার যা ভারতীয় মুদ্রা হিসাবে প্রায় ৩ হাজার ৩০০ কোটি টাকা। এয়ার ইন্ডিয়া এই পরিষেবায় তাড়াতাড়ি যুক্ত হতে চলেছে আরও ছটি নতুন ওয়াইড বডি বিমান।
এর পাশাপাশি এয়ার ইন্ডিয়ার পরিকল্পনা রয়েছে আরও বৃহৎ। এয়ার ইন্ডিয়ার পরিকল্পনার মধ্যে রয়েছে প্রায় ৪০ টি ওয়াইড বডি বিমান ও ন্যারো বডি বিমানেরও মেকওভার। সূত্রের মাধ্যমে জানা যাচ্ছে যে, আগামী দুই বছরের মধ্যে এয়ার ইন্ডিয়া তার সমস্ত বিমানগুলির মধ্যে ধাপে ধাপে আনবে পরিবর্তন। তাদের সমস্ত বিমানের ভোল পাল্টে ফেলার চিন্তাভাবনা করছে টাটা গ্রুপ। এমনকি বিমানের ভিতরের সাজ-সজ্জায় আমূল পরিবর্তন আনার কথা ভাবছে টাটা গ্রুপ।