Air India Flight 2025: নতুন বছরে নতুন রূপে আসছে এয়ার ইন্ডিয়া, বাড়ছে রুট

Prosun Kanti Das

Published on:

Advertisements

Air India Flight 2025: সামনেই আসছে নতুন বছর, নতুন বছরে যাত্রীরা এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে পেতে চলেছে বিশেষ সুবিধা। নতুন সাজে যাত্রীদের পরিষেবা দিতে একেবারে তৈরি থাকবে এয়ার ইন্ডিয়া। রতন টাটার এই সাধের বিমান সংস্থা আরো আধুনিকরূপে সেজে উঠবে যাত্রীদের জন্য। শুধুমাত্র ডোমেস্টিক নয় ইন্টারন্যাশনাল রুটগুলোতেও যাত্রীরা পেতে চলেছে দুর্দান্ত পরিষেবা। এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ এমনটাই ঘোষণা করেছে সোমবার। যদি বিস্তারিত জানতে চান অবশ্যই মনোযোগ সহকারে পড়তে হবে আজকের প্রতিবেদনটি।

Advertisements

বিমান সংস্থার পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে, সবথেকে ভালো বিমান এ৩৫০ ও বি৭৭৭ বিমান (Air India Flight 2025) রাখা হচ্ছে। এই ধরনের উন্নত বিমান ব্যবহার করা হতে চলেছে দক্ষিণপূর্ব এশিয়া ও ইউরোপগামী বিমানের ক্ষেত্রে। ইতিমধ্যেই একটি বিবৃতিতে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে যে, উত্তর আমেরিকা, ইওরোপ, অস্ট্রেলিয়া, সাউথইস্ট এশিয়া সহ আন্তঃমহাদেশীয় বিমানগুলিতে ভায়া দিল্লি ও মুম্বইতে উন্নত পরিষেবার ব্যবস্থা করছে এয়ার ইন্ডিয়া। দিল্লি-ব্যাঙ্কক রুটে এ৩২০নিও লাগু করা হবে।

Advertisements

এয়ার ইন্ডিয়ার মুখপাত্র এই বিষয়ে জানিয়েছেন, সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে রেট্রোফিটেড এ৩২০নিও সিস্টেম লাগু করা হবে দিল্লি-ব্যাঙ্কক রুটের সমস্ত এয়ার ইন্ডিয়ার বিমানে(Air India Flight 2025)। এমনকি এই পরিষেবা চালু হচ্ছে ১৬ই জানুয়ারি থেকে। নিশ্চয়ই জানতে চাইছেন যে রেট্রোফিটেড বিমানের বিশেষত্ব ঠিক কোথায়? এর বিশেষত্ব হল এর অন্দরসজ্জা। এতটাই ঝাঁ চকচকে যে দেখলেই চোখ জুড়িয়ে যাবে। অবাক করার বিষয় হলো, ক্লাস-ইকোনমি, প্রিমিয়াম ইকোনমি ও বিজনেস ক্লাস তিনটিতেই এই সিস্টেম থাকবে।

Advertisements

আরও পড়ুন:Trains for Kumbh MelaTrains for Kumbh Mela: সামনেই কুম্ভমেলা, ঘোষণা এক গুচ্ছ স্পেশ্যাল 

ভিস্তা স্ট্রিম ব্যবস্থা থাকবে এই বিমানগুলোতে। ইনফ্লাইট এনটারটেইনমেন্ট সিস্টেমের মাধ্যমে বিমানযাত্রী তাঁদের নিজস্ব ইলেকট্রনিক ডিভাইসে ১৬০০ ঘণ্টার মনোরঞ্জনের ব্যবস্থার সুযোগ পাবেন। বছরের প্রথম থেকেই এয়ার ইন্ডিয়াতে চালু করা হবে চতুর্থ দৈনিক দিল্লি-ব্যাঙ্কক ফ্লাইট। এছাড়া আধুনিক অন্তরসজ্জা ব্যবহার করা হতে চলেছে ফ্রাঙ্কফুট ও সিঙ্গাপুরের বিমানের ক্ষেত্রেও।

দিল্লি ফ্রাঙ্কফুট ও মুম্বই ফ্রাঙ্কফুট রুটে সেই আগের ভিস্তারা এ৩২১ নিও এবং বি৭৮৭-৯ বিমান (Air India Flight 2025) চালু হবে আগামী বছর থেকেই। বিমানগুলোতে ব্যবহার করা হবে আধুনিক অন্দরসজ্জা। আগামী বছরে যাত্রীরা এয়ার ইন্ডিয়া থেকে যে আধুনিক পরিষেবা পেতে চলেছে তা সত্যিই দুর্দান্ত হবে। এক কথায় এয়ার ইন্ডিয়ার পুনর্জন্ম হতে চলেছে।

Advertisements