নিজস্ব প্রতিবেদন : দেশের অন্যতম জনপ্রিয় উড়ান সংস্থা Air India নিজেদের হাতে আসার পর টাটা গোষ্ঠী (TATA) একের পর এক পরিবর্তন এনেছে। যাত্রী স্বাচ্ছন্দের কথা মাথায় রেখে সংস্থার তরফ থেকে বিভিন্ন দিক দিয়ে পরিবর্তন আনা হয়েছে। যে কারণে এয়ার ইন্ডিয়ার জনপ্রিয়তা দিন দিন আরও বাড়তে শুরু করেছে। আর এবার এই সংস্থা তাদের উড়ান পরিষেবায় আরও এক নতুন রূপ দিতে চলেছে।
এয়ার ইন্ডিয়া টাটা গোষ্ঠীর হাতে আসার পরও সেই আগের রূপেই দেখা যাচ্ছিল। কিন্তু এবার সংস্থার তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই রূপ পরিবর্তন করার। রূপ পরিবর্তন করার জন্য সংস্থার তরফ থেকে ইতিমধ্যেই নতুন লোগো এবং নতুন রং প্রকাশ করা হয়েছে। টাটা গোষ্ঠীর চেয়ারম্যান এন চন্দ্রশেখরন জানিয়েছেন, তাদের নতুন লোগো এবং রং সীমাহীন সম্ভাবনার ইঙ্গিত দেয়।
এয়ার ইন্ডিয়া বিমান মানে আভিজাত্যপূর্ণ লাল সাদা রং। সংস্থার তরফ থেকে এই আভিজাত্য অটুট রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে লাল সাদা রংয়ের সঙ্গে যুক্ত হয়েছে বেগুনি। লোগোর ক্ষেত্রে যোগ করা হয়েছে এই বেগুনি রং। লোগোর ক্ষেত্রে লাল সাদা থাকলেও এই বেগুনি রং যুক্ত করে আলাদা মাত্রা দেওয়ার চেষ্টা করা হয়েছে। রং এবং লোগোর ক্ষেত্রে পরিবর্তন এনে এয়ার ইন্ডিয়ার বিমান আরও স্টাইলিশ করে তোলা হচ্ছে।
লোগো এবং বিমানের রংয়ের ক্ষেত্রে নতুনত্ব আনার জন্য সংস্থার তরফ থেকে ইয়ারবালাইন্সের আইকনিক মহারাজা ম্যাসকটের আধুনিক রূপ লোগোর মধ্যে তুলে ধরা হয়েছে। লাল সাদা রঙের সঙ্গে বেগুনি রঙের সংযুক্তিকরণ করার পরিপ্রেক্ষিতে এমন নতুন লোগো তৈরি করা হয়েছে। এর আগে এয়ার ইন্ডিয়া যে লোগো ব্যবহার করত সেই লোগো আর ব্যবহার করা হবে না।
Revealing the bold new look of Air India.
Our new livery and design features a palette of deep red, aubergine, gold highlights and a chakra-inspired pattern.
Travellers will begin to see the new logo and design starting December 2023.#FlyAI #NewAirIndia
*Aircraft shown are… pic.twitter.com/KHXbpp0sSJ
— Air India (@airindia) August 10, 2023
এর আগে এয়ার ইন্ডিয়া ব্যবহার করত কোনারক চক্র সম্মিলিত লাল রাজহাঁস। এখন নতুন প্রকাশ করার পর সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, এয়ার ইন্ডিয়ার নতুন লোগোর প্রতীক হলো ‘দ্যা ভিস্তা’। এছাড়াও নতুন এয়ার ইন্ডিয়া লেখা গাঢ় লাল রঙে হলেও তা তুলে ধরা হয়েছে সম্পূর্ণ আলাদা অক্ষরের স্টাইলে। এয়ার ইন্ডিয়া ভারতের একটি জনপ্রিয় উড়ান সংস্থা হলেও তা গত কয়েক বছর ধরে লোকসানের মধ্য দিয়ে চলছিল। এই লোকসান থেকে রক্ষা করে air india কে বাঁচিয়ে রাখার জন্য ফের টাটা গোষ্ঠী ২০২২ সালে তা অধিগ্রহণ করে।