নিজস্ব প্রতিবেদন : টাটা গোষ্ঠী (TATA Group) বিমান পরিষেবায় তাদের ব্যবসা প্রথম শুরু করেছিল ১৯৩২ সালে। যে সময়ই তাদের সংস্থার নাম ছিল টাটা এয়ারলাইন্স (Tata Airlines)। পরবর্তীতে এই সংস্থা সরকার অধিগ্রহণ করে এবং তা এয়ার ইন্ডিয়া (Air India) নামে চলতে থাকে। তবে সরকারের হাত থেকে ফের টাটা গোষ্ঠী সম্প্রতি এই বিমান পরিষেবা পরিচালনা করার দায়িত্ব পায়। এই সংস্থা তাদের ব্যবসায় একপ্রকার ধুঁকছিল, সেই সময় টাটারা ফের সংস্থাকে নিজেদের হাতে নিয়ে বৈপ্লবিক পরিবর্তন এনে দিয়েছে।
এয়ার ইন্ডিয়া পুনরায় টাটা গোষ্ঠীর হাতে আসার পর পরিষেবা থেকে শুরু করে বিভিন্ন দিক দিয়ে একের পর এক পরিবর্তন আসতে শুরু করে। যাত্রী সুবিধা থেকে যাত্রী স্বাচ্ছন্দ্য বৃদ্ধি করার পাশাপাশি প্রয়োজনীয় যা যা পরিবর্তন দরকার সব ধাপে ধাপে আনা হচ্ছে। তবে এসবের মধ্যে এবার দেশবাসীকে বড় উপহার দিতে চলেছে এয়ার ইন্ডিয়া। আর সেই উপহারে যাত্রীদের যাত্রা হবে আরও আরামদায়ক।
ফরাসি সংস্থা এয়ারবাসের তৈরি ওয়াইড বডি A350-900 মডেলের বিমান এবার হাতে পেল টাটারা। সংস্থা নিজেদের হাতে নেওয়ার পরই একগুচ্ছ বিমান নামানোর পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল এবং সেই মতো শনিবার এই বিমান টাটাদের হাতে চলে এসেছে। সংস্থা সূত্রে জানা যাচ্ছে, নতুন এই মডেলের মোট ছটি বিমান পুরান যুক্ত হবে এয়ার ইন্ডিয়ার ফ্লিটে। প্রথমদিকে স্বল্প দূরত্বে বিমান চালানো হবে এবং পরে অন্যান্য পরিকল্পনা অনুযায়ী চলবে সফর।
আরও পড়ুন ? Budget hatchback Cars: হুন্ডাইকে টেক্কা! ৬ লাখের মধ্যে নতুন হ্যাচব্যাক গাড়ি নিয়ে হাজির TATA
নতুন যে মডেলের বিমান টাটা গোষ্ঠীর তরফ থেকে এয়ার ইন্ডিয়ার জন্য আনা হয়েছে সেই বিমান এর আগে কোন সংস্থা ভারতীয়দের জন্য ব্যবহার করেনি। অর্থাৎ ভারতে পরিষেবা দেওয়ার জন্য এই মডেলের বিমান এর আগে কখনো ব্যবহার করা হয়নি। সংস্থার দাবি অনুযায়ী তাদের তরফ থেকেই প্রথম এই মডেলের বিমান এদেশে যাত্রী পরিবহনের ব্যবহার করা হবে। স্বাভাবিকভাবেই বড়দিনের আগে টা তাদের তরফ থেকে দেশবাসীকে যে উপহার দেওয়া হচ্ছে তা বড়দিনের উপহারের চেয়ে কয়েক গুণ বেশি দামি বলেই মনে করা হচ্ছে।
First look inside our stunning A350-900!
28 luxurious and private suites with full-flat beds in Business Class, 24 Premium Economy seats with extra legroom and comfort, and 264 spacious & ergonomic Economy Class seats.
Where will you fly first? ✈#AI350 #AirIndia #FlyAI… pic.twitter.com/5BfZJfMdhy
— Air India (@airindia) December 23, 2023
India's first @Airbus A350-900 has come home in the bold, new Air India livery, and it received a grand welcome at @DelhiAirport.
It is touchdown of a new Air India. For a new, resurgent India.#AI350 #AirIndia #FlyAI #ThisIsNewAirIndia pic.twitter.com/V1vKk6m81V
— Air India (@airindia) December 23, 2023
শনিবার এয়ার ইন্ডিয়া নতুন মডেলের এই বিমান ভারতের মাটিতে পা রাখলেও এখনই এর পরিষেবা চালু করা সম্ভব নয় বলেও জানা যাচ্ছে। পরিষেবা চালু করার জন্য কতকগুলি নিয়মের মধ্য দিয়ে পার হতে হবে এয়ার ইন্ডিয়াকে। নতুন বিমানের শুল্ক এবং উড়ানের নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখা হবে। এছাড়াও প্রয়োজন হবে ডিজিসিএ (DGCA)-এর অনুমতি। তবে সবকিছুই খুব তাড়াতাড়ি হাতে পেয়ে নতুন মডেলের বিমান উড়ান শুরু করবে বলেই আশাবাদী এয়ার ইন্ডিয়া।