নিজস্ব প্রতিবেদন : চাকরির খরা বাজারে মোটা অঙ্কের বেতনে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া (AAI)। নতুন বছরেই বিপুলসংখ্যক চাকরি প্রার্থী নিয়োগ (Job News) করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। মোট ১১৯ জনকে নিয়োগ করা হবে বলে জানা গিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষের তরফ থেকে জারি করা বিজ্ঞপ্তি থেকে। এই সকল শূন্য পদে আবেদনের জন্য যা যা দরকার হবে চলুন দেখে নেওয়া যাক।
কেন্দ্রীয় নিয়ন্ত্রণাধীন রাষ্ট্রায়ত্ত্ব সংস্থা এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে জারি করা বিজ্ঞপ্তি থেকে জানা যাচ্ছে, আগামী ২৭ ডিসেম্বর থেকে এই ১১৯ টি শূণ্য পদের জন্য আবেদন গ্রহণ শুরু হবে। ইচ্ছুক চাকরি প্রার্থীরা প্রায় এক মাস সময় পাবেন আবেদনের জন্য। আবেদন গ্রহণের শেষ দিন হল ২৬ জানুয়ারি ২০২৪। যারা আবেদন করবেন তাদের পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে।
ইচ্ছুক চাকরি প্রার্থীরা অনলাইনে আবেদন করার সুযোগ পাবেন। অনলাইনে আবেদন করার জন্য www.aai.aero ওয়েবসাইটে লগইন করতে হবে। এই ওয়েবসাইটে ঢুকলেই হোমপেজে আবেদন করার একটি লিংক পাওয়া যাবে। যেখানে ক্লিক করলেই আবেদন ফর্ম মিলবে। সেই ফর্মটি ভালোভাবে ফিলাপ করতে হবে। এরপর প্রয়োজনীয় যেসব নথি দরকার সেগুলি সঠিকভাবে আপলোড করতে হবে। সঠিকভাবে দিতে হবে আবেদনকারীর ফোন নম্বর এবং ইমেইল আইডি।
আরও পড়ুন ? ভাগ্য খুলবে মাধ্যমিক পাশ ১২৯ জনের! চাকরি দিচ্ছে কলকাতা মেট্রো
ফায়ার সার্ভিসের জুনিয়র অ্যাসিস্ট্যান্ট হিসেবে ৭৩ জনকে নিয়োগ করা হবে। এছাড়াও ইলেকট্রনিক্সের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট হিসেবে ২৫ জনকে নিয়োগ করা হবে। অ্যাকাউন্টসের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়োগ করা হবে ১৯ জনকে এবং অফিসিয়াল কাজকর্ম চালানোর জন্য জুনিয়র অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়োগ করা হবে দুজনকে। শিক্ষাগত যোগ্যতা হিসাবে ফায়ার সার্ভিসের জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদের জন্য যেকোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে দশম শ্রেণী পাশ হতে হবে। এর পাশাপাশি মেকানিক্যাল, অটোমোবিল এবং ফায়ারের রেগুলার কোর্সের তিন বছরের ডিপ্লোমা ডিগ্রী থাকতে হবে। এছাড়াও বিজ্ঞপ্তি জারি করার এক বছর আগের ভারী ও মধ্যম গাড়ি চালানোর লাইসেন্স থাকতে হবে। এছাড়াও হালকা গাড়ি চালানোর দু’বছরের লাইসেন্স থাকতে হবে। বাকি পদগুলির শিক্ষাগত যোগ্যতা জানতে অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখুন।
এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে যে ১১৯ জন নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে সেই সকল শূন্য পদে নিযুক্তরা পদের ভিত্তিতে বেতন পাবেন। তবে সর্বনিম্ন বেতন যা উল্লেখ করা হয়েছে তা হলো মাসে ৩১ হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন প্রায় এক লক্ষ টাকা।