Airport Metro Trial Run: অবশেষে হয়ে গেল শেষ পর্যায়ের ট্রায়াল রান। কলকাতা মেট্রো ছুটে চলল নোয়াপাড়া থেকে বিমানবন্দর পর্যন্ত। ইয়োলো লাইন রুটে ট্রায়াল রান শেষ। যাত্রা শুরু হল শনিবার বিকেল সাড়ে চারটে নাগাদ। কলকাতা শহর নতুনভাবে সেজে উঠেছে মেট্রো পরিবহন ব্যবস্থার মাধ্যমে। শিরা উপশিরার মত ছড়িয়ে রয়েছে কলকাতা মেট্রো। নোয়াপাড়া থেকে দমদম ক্যান্টনমেন্ট হয়ে বিমানবন্দর, মেট্রো জুড়ে দিয়েছে প্রায় সাড়ে ছয় কিলোমিটারের এই পথ।
এতদিনের অপেক্ষার অবশেষে অবসান ঘটেছে। প্রথমবারের জন্য শনিবার পরীক্ষামূলকভাবে ট্রেন চালালেন (ট্রায়াল রান) (Airport Metro Trial Run) কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। সফলভাবেই সম্পন্ন হয়েছে নোয়াপাড়া থেকে বিমানবন্দর পর্যন্ত ট্রায়াল রান। মেট্রোর জিএম এই পথ পর্যবেক্ষণ করবেন আগামী সোমবার। যাত্রীরা এই লাইন চালু হয়ে গেলে খুব সহজেই তাদের গন্তব্যে পৌঁছাতে পারবে। কম সময়ের মধ্যেই দূরত্ব অতিক্রম করা সহজ হবে।
মেট্রো ইয়োলো লাইনের (Airport Metro Trial Run) ট্রায়াল রান উপলক্ষ্যে উপস্থিত ছিলেন চিফ ইঞ্জিনিয়ার দেবিন্দর কুমার ও মেট্রোরেলের সিনিয়র আধিকারিকরা। এমনকি পুজো পর্যন্ত দেওয়া হয়েছে দমদম ক্যান্টনমেন্টে ট্রেন পৌঁছনোর পর। পুজো দিয়েছেন দেবিন্দর কুমার। শনিবারের ট্রায়াল রানের লক্ষ্যই ছিল, কোন কোন বিষয়গুলোর উপর জোর দেওয়া হচ্ছে আসুন জেনে নিই। আদৌ কি পূরণ হচ্ছে সেই মানদণ্ড? একটি মেট্রো নিরাপদে ওই রুটে চলতে পারে কি না, তা-ও দেখা হয় শনিবারের ট্রায়াল রানে।
আরও পড়ুন:Kolkata Metro: হাওড়া ময়দান-এসপ্ল্যানেড রুটে বন্ধ থাকবে পরিষেবা, বদল হচ্ছে সময়সূচিতেও
মেট্রো (Airport Metro Trial Run) কর্তৃপক্ষের দাবি, সব মাপকাঠিই পূরণ হয়েছে। এখন শুধু অপেক্ষা ছাড়পত্র পাওয়ার। একবার যদি ওই রুটে চালু হয়ে যায় মেট্রো চলাচল তাহলে যাত্রীদের অনেক সমস্যার সমাধান হবে। মেট্রো কর্তৃপক্ষ খুবই আশাবাদী কলকাতা এবং শহরতলির মানুষের কাছে বিমানবন্দর পৌঁছনোর পথ খুলে সহজেই খুলে যাবে। সোমবার মেট্রোর জিএম পি উদয়কুমার রেড্ডি এই রুটের কাজ খতিয়ে দেখবেন। তার আগে শনিবার ট্রায়াল রান সম্পন্ন হল।
কেন করা হচ্ছে এই ট্রায়াল রান? প্রায় সাড়ে ছয় কিলোমিটার পথ হল নোয়াপাড়া থেকে বিমানবন্দর পর্যন্ত। এই রুট যাত্রী পরিবহনের জন্য কতটা প্রস্তুত সেটা দেখার জন্যই এই ট্রায়াল রান। এই রুটের নোয়াপাড়ায় ব্লু লাইন ও ইয়োলো লাইনে ট্রেন বদল করা যাবে। হলুদ লাইনের নোয়াপাড়া থেকে বিমানবন্দর পর্যন্ত সব ক’টি স্টেশনের কাজ শেষ পর্যায়ে। স্টেশনের সংখ্যা হল চারটি। নোয়াপাড়া, দমদম ক্যান্টনমেন্ট, যশোর রোড এবং বিমানবন্দর। বহুদিন আগেই প্রথম তিনটি স্টেশনের কাজ শেষ হয়ে গিয়েছে। বিমানবন্দর স্টেশনের কাজও প্রায় শেষ। ২০২৫ সালের প্রথম দিকেই এই রুটে মেট্রো পরিষেবা শুরু হয়ে যাবে।