প্রসূন কান্তি দাসঃ কিছুদিন হলো ভারতে চালু হয়ে গেছে, ফাইভ-জি ইন্টারনেট পরিষেবা। অনেকেই নিজেদের পুরনো মোবাইলটিকে পরিবর্তন করে ফাইভ-জি মডেলের নতুন মোবাইল কিনেছেন। উদ্দেশ্য কম খরচে ফাইভ-জি পরিষেবা ব্যবহার করা। কিন্তু সেই আশায় জল ঢেলে দিয়েছে টেলিকম সংস্থাগুলি। সম্প্রতি জিওর পক্ষ থেকে বাড়ানো হয় রিচার্জের দাম। তারপর থেকেই আলোচনা চলছে। আলোচনা কিন্তু একেবারে বৃথা যায়নি। বেশিরভাগ টেলিকম সংস্থাই রিচার্জের দাম ইতিমধ্যে বাড়িয়ে দিয়েছেন। এর ফলে একেবারেই আশাহতো ফাইভ-জি ব্যবহারকারী গ্রাহকরা। রিচার্জের দাম বাড়িয়েছে ভারতের দ্বিতীয় বৃহত্তম টেলিকম সংস্থা এয়ারটেলও। বর্তমানে ফাইভ-জি ইন্টারনেট পরিষেবা ব্যবহারের ক্ষেত্রেও খরচের মাত্রা কিছুটা বেড়ে গেছে। চলুন জেনে নেওয়া যাক এয়ারটেলে ফাইভ-জি (Airtel 5G) ব্যবহারকারীদের জন্য কি কি প্ল্যান আনা হয়েছে।
প্রথমে জিওর পক্ষ থেকে রিচার্জের দাম বাড়ানোর কথা ঘোষণা করা হয়। তারপর প্রায় বাদ বাকি সমস্ত সংস্থাই নিজেদের রিচার্জের দাম বাড়িয়েছে। বাদ নেই এয়ারটেল, ভোডা কোনো সংস্থাই। বিএসএনএল ছাড়া প্রায় সমস্ত সংস্থাই এই মুহূর্তে ফাইভ-জি পরিষেবা প্রদান করছে। ভারতবর্ষে জিও ফাইভ-জি পরিষেবার রিচার্জের ক্ষেত্রে একটি আলাদা ক্যাটাগরি তৈরি করেছে। কিন্তু এয়ারটেল সে পথে হাঁটেনি। ফাইভ-জি ইন্টারনেট পরিষেবার জন্য আলাদা কোন ক্যাটাগরি তৈরি করা হয়নি টেলিকম সংস্থা এয়ারটেল এর পক্ষ থেকে। তবে ফাইভ-জি ব্যবহারকারী গ্রাহকদের জন্য বেশ কয়েকটি প্রিপেইড প্ল্যান নিয়ে এসেছে এয়ারটেল ফাইভ-জি (Airtel 5G)। ইন্টারনেট পরিষেবা ব্যবহার করতে চাইলে এই প্ল্যানগুলোকে রিচার্জ করতে হবে এয়ারটেলের গ্রাহকদের। যে কোন প্ল্যান রিচার্জ করলেই ফাইভ-জি পরিষেবা পাওয়া যাবে না। এয়ারটেলের পক্ষ থেকে ফাইভ-জি (Airtel 5G) গ্রাহকদের জন্য মূলত নটা প্ল্যান নিয়ে আসা হয়েছে। চলুন জেনে নেওয়া যাক এই নটি প্লান কি কি?
ফাইভ-জি গ্রাহকদের জন্য এয়ারটেলের (Airtel 5G) পক্ষ থেকে নিয়ে আসা প্ল্যানগুলিতে সর্বনিম্ন প্ল্যানের দাম ৩৭৯ টাকা ধার্য করা হয়েছে। এই প্ল্যানটি রিচার্জ করলে ৩০ দিন আনলিমিটেড কল এবং প্রতিদিন ১০০ টি এসএমএসের পাশাপাশি পাওয়া যাবে আনলিমিটেড ফাইভ-জি পরিষেবা। এছাড়াও ২ জিবি ইন্টারনেট পরিষেবা যুক্ত থাকবে এই প্ল্যানের সাথে। এরপরে রয়েছে ৪০৯ টাকার একটি প্ল্যান। এই প্ল্যানটির ভ্যালিডিটি তুলনামূলক কম। মাত্র ২৮ দিন আনলিমিটেড কল ও প্রতিদিন ১০০ টি এসএমএস এবং ২.৫ জিবি করে ফাইভ-জি ইন্টারনেট পরিষেবা পাওয়া যাবে। ৩০ দিনের ভ্যালিটি সহ আরো একটি প্ল্যান রয়েছে যার দাম ৪২৯ টাকা। এই প্ল্যানটিতে দৈনিক ২.৫ জিবি করে ফোর-জি ডেটাসহ আনলিমিটেড ফাইভ-জি এবং প্রতিদিন ১০০ টি এসএমএস ও আনলিমিটেড কলের পরিষেবা থাকছে।
ট্রুলি আনলিমিটেড ক্যাটাগরিতেও পেয়ে যাবেন তিনটি প্ল্যান। সর্বনিম্ন ৮৩৮ টাকার ট্রুলি আনলিমিটেড প্যাকের সাথে পাবেন দৈনিক ১০০ টি এসএমএস, তিন জিবি করে ফোর-জি ডেটা, এছাড়া থাকছে আনলিমিটেড কল ও আনলিমিটেড ফাইভ-জি পরিষেবা (Airtel 5G)। এমনকি অ্যামাজন প্রাইম ইন সাবস্ক্রিপশন ভ্যালিডিটি ৫৬ দিনের জন্য। ৮৪ দিনের একটি প্ল্যান রয়েছে যার দাম ১৭৯৮ টাকা। আনলিমিটেড কল, আনলিমিটেড ফাইভ-জি পরিষেবা, প্রতিদিন ১০০ টি এসএমএস এবং ৩ জিবি করে ফোর-জি ডেটা সহ ৮৪ দিনের জন্য পেয়ে যাবেন নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন। এরপর রয়েছে ৩৬৫ দিনের ভ্যালিডিটি সহযোগে একটি প্ল্যান। এখানে ২ জিবি করে ফোর-জি ডাটা প্রতিদিন ১০০ টি এসএমএস সহ আনলিমিটেড কল এবং আনলিমিটেড ফাইভ-জি পরিষেবা পাওয়া যাবে। তবে উপরি কোন সাবস্ক্রিপশন এই প্ল্যানের সাথে যুক্ত নেই। এই প্ল্যানের জন্য খরচ পড়বে ৩৫৯৯ টাকা।
ক্রিকেট প্যাক ক্যাটাগরিতে রয়েছে দুটি রিচার্জ প্ল্যান। ১০২৯ টাকা রিচার্জ প্ল্যানে পেয়ে যাবেন ২ জিবি করে ফোর-জি ডেটা। প্রতিদিন ১০০ টি এসএমএস, আনলিমিটেড কলিং ও আনলিমিটেড ফাইভ-জি পরিষেবা থাকছে ৮৪ দিনের জন্য। এছাড়াও পেয়ে যাবেন তিন মাসের জন্য হটস্টার এবং ডিজনির সাবস্ক্রিপশন। ৩৬৫ দিনের ভ্যালিডিটি যুক্ত প্ল্যানটিতে পাওয়া যাবে আনলিমিটেড কল, ১০০ টি করে এসএমএস সহ ৩ জিবি করে ফাইভ-জি পরিষেবা। এ ছাড়া এক বছরের জন্য নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন। ফাইভ-জি (Airtel 5G) পরিষেবার ক্ষেত্রে আরো একটি প্ল্যান রয়েছে এই এয়ারটেলে। ১৮৯৯ টাকার এই প্ল্যানটির ভ্যালিডিটি ৮৪ দিনের আনলিমিটেড কল এবং ফাইভ-জি পরিষেবা সহ পাওয়া যাবে প্রতিদিন ২.৫ জিবি করে ফোরজি ডেটা এবং ১০০ টি করে এসএমএস।