Jio-কে পিছনে ফেলে দিলো Airtel, টানা চারবার গ্রাহক সংখ্যা বৃদ্ধিতে প্রথম

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভারতের টেলিকম বাজারে মূলত তিনটি সংস্থার মধ্যে প্রতিনিয়ত প্রতিযোগিতা চলছে। আর এই তিন সংস্থা হলো Jio, Airtel এবং Vodafone-Idea বা Vi। এযাবৎ মুকেশ আম্বানির সংস্থা Jio দীর্ঘদিন ধরে গ্রাহক সংখ্যা বৃদ্ধির নিরিখে দেশে প্রথম থাকলেও টানা চার মাস Airtel-এর কাছে পরাস্ত হতে হলো তাদের।

Advertisements

Advertisements

TRAI অর্থাৎ Telecom Regulatory Authority of India -এর তরফ থেকে গত বছর নভেম্বর মাসের যে পরিসংখ্যান দেওয়া হয়েছে তাতে দেখা যাচ্ছে নতুন গ্রাহক সংখ্যা বৃদ্ধির নিরিখে মুকেশ আম্বানির সংস্থাকে Jio-কে পিছনে ফেলে দিয়েছে Airtel। নভেম্বর মাসে দেশের সবথেকে বেশি গ্রাহক সংখ্যা বৃদ্ধি করার পর টানা চার মাস এই ধারাবাহিকতা বজায় রাখল Airtel। অন্যদিকে এই গ্রাহক সংখ্যা বৃদ্ধির নিরিখে এই দুই টেলিকম সংস্থার ধারে কাছে নেই Vodafone-Idea বা Vi। বরং তারা তাদের পুরাতন বহু গ্রাহক হারিয়েছে।

Advertisements

TRAI জানিয়েছে গত বছর নভেম্বর মাসে Airtel গ্রাহক সংখ্যা বৃদ্ধি করেছে ৪.৩৭ মিলিয়ন। সেই জায়গায় Jio-র গ্রাহক সংখ্যা বৃদ্ধি পেয়েছে মাত্র ১.৯৩ মিলিয়ন। অন্যদিকে Vi-এর গ্রাহক সংখ্যা বৃদ্ধি তো দূরের কথা বরং তারা নভেম্বর মাসে নিজেদের পুরাতন গ্রাহক হারিয়েছে ২.৮৯ মিলিয়ন।

অন্যদিকে আবার সক্রিয় গ্রাহক সংখ্যার নিরিখেও Airtel অনেকটাই এগিয়ে রয়েছে Jio-র থেকে। Trai-এর শেষ পরিসংখ্যান অনুযায়ী, Airtel-এর বর্তমানে মোট গ্রাহক সংখ্যা ৩৩৪.৬৫ মিলিয়ন। যাদের মধ্যে ৯৬.৬৩ শতাংশ গ্রাহকই সক্রিয়। Jio-র মোট গ্রাহক সংখ্যা ৪০৮.২৯ মিলিয়ন। তবে এই সংস্থার সক্রিয় গ্রাহক সংখ্যা হল ৭৯.৫৫ শতাংশ। Vi-এর গ্রাহক সংখ্যা বাকি দুই টেলিকম সংস্থার থেকে অনেকটা কম হলেও সক্রিয় গ্রাহক সংখ্যার নিরিখে তারা Jio কে ছাপিয়ে গেছে। তাদের সক্রিয় গ্রাহক সংখ্যা ৮৯.০১ শতাংশ।

Advertisements