প্ল্যান বদলানোর পর Airtel-এর ব্যালান্স ও ভ্যালিডিটি দেখার পদ্ধতি

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভারতবর্ষের অন্যতম বহুল প্রচলিত টেলিকম নেটওয়ার্ক হলো এয়ারটেল। অনেক মানুষই ব্যবহার করেন এই নেটওয়ার্ক। কিন্তু সেক্ষেত্রে Airtel Thanks অ্যাপলিকেশনটি অনেকের পক্ষেই ব্যবহার করা সম্ভব হয় না। তাই উপায় না পেয়ে ডেটা এবং কল ব্যালেন্স জানতে ছুটতে হয় দোকানে। কিন্তু এই অ্যাপ ছাড়াও USSD কিংবা IVR অথবা SMS -এর মাধ্যমেও জানা যায় এয়ারটেলের সমস্ত রকম ব্যালেন্স, ডেটার পরিমাণ ইত্যাদি। চলুন দেখে নেওয়া যাক।

Advertisements

Advertisements

ব্যালান্স হোক বা ডেটা অ্যাপ ছাড়া সেগুলি দেখার সবথেকে সহজ পদ্ধতি হলো USSD. তাই অন্য কোনো ঝক্কির মধ্যে না গিয়ে USSD দিকেই নজর দেওয়া ভালো এবং সময়ও বাঁচায়।

Advertisements

এয়ারয়েলের টকটাইম মেইন ব্যালান্স, সিম কার্ডের ভ্যালিডিটি, আউটগোয়িং কলের শেষ তারিখ, ইনকামিং কলের শেষ তারিখ ইত্যাদি সহজেই জানতে পারেন *১২৩# কল করে।

বাকি ডেটা, এসএমএস ইত্যাদি জানার জন্য আপনাকে ডায়াল করতে হবে *১২১*২#। এখানে আপনি প্রথমেই আপনার মেইন ব্যালান্স দেখতে পাবেন। পাশাপাশি দেখা যাবে আপনার আনলিমিটেড প্ল্যানের বৈধ্যতার শেষ তারিখ। এরপর কত ডেটা আছে বা এসএমএস আছে তা জানতে রিপ্লাই দিয়ে প্রথমের অপশন অর্থাৎ ১ বেছে পুনরায় পাঠাতে হবে। সেখানে আপনি ডেটা, এসএমএস দেখতে পাবেন অনায়াসেই।

*১২১*২# ডায়াল করার পর দ্বিতীয় অপশনে থাকবে আপনার Upcoming Plan অর্থাৎ আগাম কোনো রিচার্জ করা থাকলে সেটিকে সেখানে দেখতে পাবেন।

Advertisements