Jio, Vi অথবা Airtel-এর ডেটা স্পিড সমীক্ষার ফলাফল কি বলছে

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভারতের টেলিকম বাজারে বর্তমানে তিনটি টেলিকম সংস্থা নিজেদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতায় টিকে রয়েছে। প্রতিযোগিতায় প্রথম স্থান দখল করে রয়েছে মুকেশ আম্বানির সংস্থা রিলায়েন্স জিও (Reliance Jio), তৃতীয় স্থানে এয়ারটেল (Airtel) এবং তৃতীয় স্থানে VI। কিন্তু এই স্থান অধিকার সব সময় গ্রাহকদের মন জয় করতে পারে না তা সম্প্রতি একটি সমীক্ষায় উঠে এলো।

Advertisements

Advertisements

‘OpenSignal’ নামে একটি বেসরকারি সংস্থা টেলিকম সংস্থাগুলির ডেটা স্পিড নিয়ে দেশজুড়ে একটি সমীক্ষা চালায়। যে সমীক্ষার ফলাফলে ডেটা স্পিড নিয়ে উঠে এসেছে এয়ারটেলের সুফলতার কথা। যে টেলিকম সংস্থা অর্থাৎ এয়ারটেলকে একটা সময় ডেটা স্পিড নিয়ে গ্রাহকদের প্রবল বিক্ষোভের সম্মুখীন হতে হয়েছিল সেই সংস্থা এখন অন্যান্য টেলিকম সংস্থাগুলিকে ডাউনলোড স্পিড এবং ভিডিও, ভয়েস, গেমিং অভিজ্ঞতায় অন্যান্য টেলিকম সংস্থাগুলিকে পিছনে ফেলে দিয়েছে।

Advertisements

OpenSignal সংস্থার তরফ থেকে সমীক্ষার এই রিপোর্ট অনুযায়ী Jio পেয়েছে ভিডিও অভিজ্ঞতার নিরিখে ৫২.৩, গেমিং অভিজ্ঞতার নিরিখে ৫০.১ পয়েন্ট।

Vi পেয়েছে ভিডিও অভিজ্ঞতার নিরিখে ৫৪.২, গেমিং অভিজ্ঞতার ৫৫.২, ভয়েস অভিজ্ঞতার নিরিখে ৭৪.৪ পয়েন্ট।

Airtel এই সমীক্ষায় পেয়েছে ভিডিও অভিজ্ঞতার নিরিখে ৫৫.৬, গেমিং অভিজ্ঞতার নিরিখে ৫৫.২, ভয়েস অভিজ্ঞতার নিরিখে পেয়েছে ৭৫.৫ পয়েন্ট।

অন্যদিকে ডাউনলোড স্পিডের দিক দিয়ে Jio গ্রাহকদের গড় ডাউনলোড স্পিড ৬.৯ এমবিপিএস। Vi গ্রাহকদের গড় ডাউনলোড স্পিড ১০.১ এমবিপিএস এবং Airtel গ্রাহকদের গড় ডাউনলোড স্পিড ১০.৪ এমবিপিএস।

আবার আপলোড স্পিডের নিরিখে Vi গ্রাহকরা গড়ে ৩.৫ এমবিপিএস স্পিড পেয়ে থাকেন। সেখানে Airtel গ্রাহকরা পেয়ে থাকেন ২.৮ এমবিপিএস স্পিড। আর মুকেশ আম্বানির সংস্থা Reliance Jio-র গড় আপলোড স্পিড হলো ২.৩ এমবিপিএস।

Advertisements