সুখবর, Airtel -এর ৯৯ টাকার প্ল্যান ফিরে এলো নয়া রূপে

নিজস্ব প্রতিবেদন : এয়ারটেল গত ৩রা ডিসেম্বর থেকে তাদের নতুন ট্যারিফ প্ল্যান চালু করে দিয়েছে পূর্ব ঘোষণা মত। নতুন এই ঘোষণায় ৪২% খরচ বেড়েছে গ্রাহকদের। অন্যদিকে ভোডাফোন আইডিয়া, জিও নতুন নতুন প্ল্যান বাজারে এনেছে। যাতে দেখা যাচ্ছে, সমস্ত রকম গ্রাহকদের খরচ বেড়েছে প্রায় ৩৯ – ৪২%।

যার ফলে হঠাৎ করে গ্রাহকদের এক ধাক্কায় অনেকটাই খরচ বেড়ে যাওয়ায় হতাশ হতে হয় গ্রাহকদের। গ্রাহকরা অনেকেই মান্থলি রিচার্জের ক্ষেত্রে কাটছাঁট শুরু করে। যার পর সোমবার এয়ারটেল সিদ্ধান্ত নেয় তাদের পুরাতন প্ল্যান ৯৯ টাকা ফিরিয়ে আনার, তবে এই পুরাতন প্ল্যান ফিরে এলেও তাতে কিছু পরিবর্তন করা হয়েছে।

এখন থেকে এয়ারটেল গ্রাহকরা ৯৯ টাকা রিচার্জ করলে পাবেন ১ জিবি ইন্টারনেট, আনলিমিটেড যেকোনো নেটওয়ার্কে কলের সুবিধা, ১০০ টি এসএমএস। যার ভ্যালিডিটি ১৮ দিন। অর্থাৎ এই প্ল্যানটি একেবারে আনলিমিটেড কলের সুবিধাযুক্ত ৯৯ টাকার সেই প্ল্যান। যদিও আগের ২৮ দিনের ভ্যালিডিটির জায়গায় ১০ দিন কমিয়ে করা হয়েছে ১৮ দিন।

এছাড়াও এয়ারটেলের ৩রা ডিসেম্বর থেকে লাগু হওয়া নতুন প্ল্যানগুলিও রয়েছে। যেগুলি ১৪৯, ২১৯, ২৪৯, ২৯৯, ৩৯৯, ৪৪৯, ৫৯৯ টাকার ইত্যাদি।