Airtel গ্রাহকদের জন্য সুখবর, মিনিট নয়, ফিরে এলো আনলিমিটেড কলিং

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : গত ১লা ডিসেম্বর এয়ারটেল ঘোষণা করে ৩ তারিখ থেকে তাদের ট্যারিফ রেট বাড়াবে। সেই মত ৩রা ডিসেম্বর থেকে প্রায় ৪২% ট্যারিফ রেট বাড়ে এয়ারটেলের। পাশাপাশি অন্য নেটওয়ার্কে আনলিমিটেড কল করার ক্ষেত্রেও আসে প্রতিবন্ধকতা। অন্য নেটওয়ার্কে ১০০০ মিনিট ফ্রি কল করার পরিসীমা বেঁধে দেওয়া হয়, তারপর মিনিটে ৬ পয়সা করে চার্জ ঘোষণা হয়। কিন্তু তিনদিন পেরোতে না পেরোতেই সিদ্ধান্ত বদল এয়ারটেলের।

Advertisements

Advertisements

গ্রাহকদের স্বস্তি দিয়ে শুক্রবার সন্ধ্যায় এয়ারটেল জানায়, “অন্য নেটওয়ার্কে ১০০০ মিনিটের উর্দ্ধসীমা তুলে দেওয়া হয়েছে। এখন অন্য নেটওয়ার্কে আনলিমিটেড, যত খুশি কল করা যাবে।” সাথে তিনটি নতুন প্ল্যান ঘোষণা করা হয়।

Advertisements

২১৯ টাকা রিচার্জ করলে ১ জিবি প্রতিদিন ডেটা, ২৮ দিন আনলিমিটেড কল।

৩৯৯ টাকা রিচার্জ করলে ৫৬ দিন ১.৫ জিবি করে প্রতিদিন ডেটা আর আনলিমিটেড কল।

৪৪৯ রিচার্জ করলে ৫৬ দিন ২ জিবি করে প্রতিদিন ডেটা, আনলিমিটেড কল।

৩রা ডিসেম্বর থেকে লাগু হওয়া প্ল্যানগুলিতেও করা পরিবর্তন। সমস্ত মিনিটের উর্দ্ধসীমা তুলে দেওয়া হয়।

১৪৮ টাকা – আনলিমিটেড কল, ২৮ দিন, ২ জিবি ডেটা, ৩০০ এসএমএস।

২৪৮ টাকা – আনলিমিটেড কল, ২৮ দিন, ১.৫ জিবি/প্রতিদিন ডেটা, ১০০ এসএমএস/প্রতিদিন।

২৯৮ টাকা – আনলিমিটেড কল, ২৮ দিন, ২ জিবি/প্রতিদিন ডেটা, ১০০ এসএমএস/প্রতিদিন।

৫৯৮ টাকা – আনলিমিটেড কল, ৮৪ দিন, ১.৫ জিবি/প্রতিদিন ডেটা, ১০০ এসএমএস/প্রতিদিন।

৬৯৮ টাকা – আনলিমিটেড কল, ৮৪ দিন, ২ জিবি/প্রতিদিন ডেটা, ১০০ এসএমএস/প্রতিদিন।

১৪৯৮ টাকা – আনলিমিটেড কল, ৩৬৫ দিন, ২৪ জিবি ডেটা, ৩৬০০ এসএমএস।

২৩৯৮ টাকা – আনলিমিটেড কল, ৩৬৫ দিন, ১.৫ জিবি/প্রতিদিন ডেটা, ১০০ এসএমএস/প্রতিদিন।

Advertisements