নিজস্ব প্রতিবেদন : একসময় ভারতে মোবাইল খরচ অনেক বেশি থাকলেও রিলায়েন্স জিও বাজারে আসার পর প্রতিযোগিতায় এক ধাক্কায় কয়েকগুণ কমে যায় মোবাইল খরচ। আর তারপরেই হু হু করে দেশে বাড়তে থাকে ইন্টারনেট ব্যবহারকারীদের সংখ্যা। তবে গত বছর অর্থাৎ ২০১৯ সালের ডিসেম্বর মাসে পুনরায় মোবাইল খরচ বাড়ে। তবে তাও এখন আয়ত্তের মধ্যে রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে আবার নতুন করে মোবাইল পরিষেবার খরচ বাড়তে পারে বলে ইঙ্গিত দিয়েছেন ভারতের জনপ্রিয় এক টেলিকম সংস্থার চেয়ারম্যান।
ভারতের জনপ্রিয় টেলিকম সংস্থা ভারতী এয়ারটেলের চেয়ারম্যান সুনীল ভারতী মিত্তলের ইঙ্গিত থেকে এমনই অশনি সংকেত মিলছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তিনি জানিয়েছেন, আগামী ছয় মাসে তাদের গ্রাহক পিছু আয় ২০০ টাকার বেশি হতে পারে। অর্থাৎ তার বক্তব্য অনুযায়ী এয়ারটেল তাদের আয় বাড়াতে চলেছে। আর বর্তমান পরিস্থিতিতে টেলিকম ইন্ডাস্ট্রি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে তাতে আয় বাড়াতে হলে পরিষেবার খরচ বাড়াতে হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এছাড়া আয় বাড়ানোর কোনো বিকল্প ইন্ডাস্ট্রির সামনে খোলা নেই।
অন্যদিকে ভারতে মোবাইল ডেটার মূল্য নিয়ে সুনীল ভারতী মিত্তল দাবি করেছেন, ১৬০ টাকার বিনিময়ে তাদের গ্রাহকদের মাসে ১৬ জিবি ডেটা দিতে হচ্ছে। আর এই ঘটনা ট্রাজেডি। আর এই টাকায় মাসে ১.৬ জিবি ডেটা ব্যবহার করা দরকার অথবা বেশি ডেটা ব্যবহার করলে এর থেকে বেশি মূল্য চোকাতে হবে। এর পাশাপাশি তিনি উদাহরণ দিয়ে বলেন, আমরা ইউরোপ অথবা আমেরিকার মত মাসে ৫০-৬০ মার্কিন ডলার চাইছি না। তবে মাত্র ২ মার্কিন ডলারে মাসে ১৬ জিবি ডেটা দিতে থাকলে টেলিকম ইন্ডাস্ট্রি মুখ থুবরে পড়বে।
যেকোনো টেলিকম ইন্ডাস্ট্রির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হলো অ্যাভারেজ রেভিনিউ পার ইউজার অর্থাৎ ARPU। এর মাধ্যমে কোন টেলিকম সংস্থা প্রতি গ্রাহক পিছু মাসে কত টাকা আয় করছে তার একটা হিসাব পাওয়া যায়। গত ডিসেম্বর মাসে টেলিকম ইন্ডাস্ট্রিতে মোবাইল পরিষেবা খরচ বাড়ায় এয়ারটেলের আয় বেড়েছে। ৩০ শে জুন পর্যন্ত ত্রৈমাসিকে এয়ারটেলের ARPU ১৫৭ টাকা। আর এই ARPU তারা আগামী ছয় মাসে ২০০ টাকা ছাড়িয়ে যাবে বলে মনে করছে। তবে এই বৃদ্ধিতেও এয়ারটেলের চেয়ারম্যান সন্তুষ্ট নন। তিনি গ্রাহক পিছু মাসে ৩০০ টাকা আয় হওয়া প্রয়োজন বলে মনে করছেন। কিন্তু বর্তমানে ভারতে ইন্টারনেটের খরচ খুব কম হওয়াই এই লক্ষ্যমাত্রায় পৌঁছানো যাচ্ছে না। যে কারণে তিনি ডেটার মূল্যবৃদ্ধির উপর জোর সাওয়াল করেছেন।
প্রসঙ্গত সুনীল ভারতী মিত্তল ভারতে ডেটার মূল্য বৃদ্ধির বিষয়ে এইসকল সওয়াল করেন ভারতী এন্টারপ্রাইজেসের আধিকারিক অখিল গুপ্তর লেখা বই সাম সাইজেস পিট অল বইটির উদ্বোধন করতে এসে। ডিসেম্বর মাসে মোবাইল পরিষেবার খরচ বৃদ্ধি পাওয়ার পরেও গত পঞ্চম ত্রৈমাসিকেও এয়ারটেল লাভের মুখ দেখতে পায়নি বলে জানা গিয়েছে। সূত্র মারফত জানা গিয়েছে পঞ্চম ত্রৈমাসিকে এয়ারটেলের লোকসানের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ১৫,৯৩৩ কোটি টাকা। এখন আগামী দিনে দেখার বিষয় এটাই যে রিলায়েন্স জিও এবং অন্যান্য টেলিকম সংস্থাগুলির প্রতিদ্বন্দিতায় মোবাইল পরিষেবার খরচ কোন জায়গায় দাঁড়ায়।