নিজস্ব প্রতিবেদন : গ্রাহকদের নিজেদের ঝুলিতে রাখার জন্য এবার একেবারে ভিন্ন পথ বেছে নিল ভারতের দ্বিতীয় বৃহত্তম টেলিকম সংস্থা এয়ারটেল। এখন তারা চিপসের প্যাকেটের সাথে নেট দিচ্ছে বিনামূল্যে।
এয়ারটেল বর্তমানে পেপসিকো ইন্ডিয়ার সাথে গাঁটছড়া বেঁধে এই দুর্দান্ত অফার নিয়ে এসেছে। পেপসিকো ইন্ডিয়ার লে’স, কুরকুরে, আঙ্কল চিপস-সহ এই সংস্থার চিপসের প্যাকেটের সাথে এই অফার দিচ্ছে এয়ারটেল। অফার হিসাবে ক্রেতাদের ২ জিবি পর্যন্ত ডেটা জেতার সুযোগ রয়েছে গ্রাহকদের সামনে।
১০ টাকা দামের চিপসের প্যাকেটগুলিতে রয়েছে ১ জিবি পর্যন্ত ডেটা জেতার সুযোগ। আর ২০ টাকা দামের প্যাকেটগুলিতে রয়েছে ২ জিবি পর্যন্ত ডেটা জেতার সুযোগ। প্রতিটি প্যাকেটের পিছন দিকে একটি করে কুপন কোড থাকবে। যেটি রিচার্জ করলেই মিলতে পারে এই অফার জেতার সুযোগ। তবে রিচার্জ করার ক্ষেত্রে রয়েছে পদ্ধতি।
রিচার্জ করার সময় গ্রাহকদের ‘এয়ারটেল থ্যাংকস’ অ্যাপটি ইন্সটল করতে হবে। তারপর সেখানে গিয়ে ‘মাই কুপন’ সেকশনটি বেছে নিতে হবে। সেখানে এই কুপন কোডটি দিতে হবে। রিচার্জ সফল হলে গ্রাহককে এসএমএস-এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এবং বিনামূল্যে পাওয়া ডেটার মেয়াদ থাকবে তিন দিন।