Jio vs Airtel: চাপে পড়ে গেল জিও! দুম করে একটি রিচার্জ প্ল্যানের ভ্যালিডিটি ১৪ দিন বাড়িয়ে দিল এয়ারটেল

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভারতের টেলিকম বাজারে যে সকল টেলিকম সংস্থা নিজেদের ব্যবসা চালাচ্ছে তাদের মধ্যে অন্যতম হলো জিও এবং এয়ারটেল। জিও এবং এয়ারটেল অন্যতম হওয়ার পিছনে এই দুই টেলিকম সংস্থা দেশের প্রথম ও দ্বিতীয় বৃহত্তম টেলিকম সংস্থা। ১ ও ২ নম্বরে এই দুটি টেলিকম সংস্থা থাকার কারণে দুই টেলিকম সংস্থার মধ্যে হামেশাই প্রতিদ্বন্দ্বিতা (Jio vs Airtel) লেগে থাকে। আর এই প্রতিদ্বন্দ্বিতার সুফলতা উপভোগ করেন গ্রাহকরা।

Advertisements

গ্রাহক সংখ্যা নিরিখে এখন দেশের বৃহত্তম টেলিকম সংস্থা জিও হলেও পদে পদে কিন্তু এয়ারটেল তাকে টক্কর দিচ্ছে। যেমন Jio দেশে প্রথম 4G ও 5G পরিষেবা চালু করে দেশবাসীদের চমক দিয়েছে, ঠিক সেই রকমই চমক দিতে এক বিন্দু পিছিয়ে নেই এয়ারটেলও। এয়ারটেলও জিওর পিছনে পিছনে দেশের বিভিন্ন প্রান্তে 4G পরিষেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি এখন পৌঁছে দিচ্ছে 5G পরিষেবা।

Advertisements

দেশের বৃহত্তম টেলিকম সংস্থা জিও এবং দ্বিতীয় বৃহত্তম টেলিকম সংস্থা এয়ারটেলের এই প্রতিদ্বন্দ্বিতায় এবার এয়ারটেল তাদের একটি রিচার্জ প্ল্যানের ভ্যালিডিটি দুম করে বাড়িয়ে দিল। একদিন দুদিন নয়, ওই রিচার্জ প্ল্যানের ভ্যালিডিটি একেবারে ১৪ দিন বাড়িয়ে দিয়েছে এয়ারটেল। এয়ারটেলের এমন সিদ্ধান্তের ফলে গ্রাহকরা একদিকে যেমন উপকৃত হবেন ঠিক সেই রকমই আবার জিওর মত টেলিকম সংস্থা চাপে পড়বে বলেই মনে করছেন টেক বিশেষজ্ঞরা।

Advertisements

আরও পড়ুন ? Vande Bharat Express Speed: বন্দে ভারত এক্সপ্রেসের গতিতে ব্রেক! অনেকটাই বেড়ে যাবে যাত্রাপথের সময়

এয়ারটেল তাদের যে রিচার্জ প্ল্যানের ভ্যালিডিটি ১৪ দিন বাড়িয়েছে সেই রিচার্জ প্ল্যানটি হলো ৩৯৫ টাকার। আগে এই রিচার্জ প্ল্যানটিতে এয়ারটেল তাদের গ্রাহকদের মাত্র ৫৬ দিন ভ্যালিডিটি দিত। এর সঙ্গে সঙ্গে এয়ারটেল গ্রাহকরা পান আনলিমিটেড কল এবং মোট ৬ জিবি ডেটা। এছাড়াও দেওয়া হয় ৬০০টি এসএমএস। যারা বেশি ইন্টারনেট চালান না তাদের জন্য এই রিচার্জ প্ল্যান খুবই উপযোগী। তবে রিচার্জ প্ল্যানটির ভ্যালিডিটি মাত্র ৫৬ দিন ছিল বলে অনেক গ্রাহকদের থেকে নানান অভিযোগ উঠছিল। আর এরই পরিপ্রেক্ষিতে এবার এই রিচার্জ প্ল্যানটির ভ্যালিডিটি ১৪ দিন বাড়িয়ে করা হয়েছে ৭০ দিন।

এয়ারটেলের মতো জিওরও এইরকমই একটি রিচার্জ প্ল্যান রয়েছে যার দাম ৩৯৫ টাকা এবং একই রকম সুবিধা দেওয়া হয়ে থাকে। জিওর ৩৯৫ টাকার রিচার্জ প্ল্যানটিতে গ্রাহকরা ৮৪ দিনের ভ্যালিডিটি পান এবং গ্রাহকরা আনলিমিটেড কল, মোট ৬ জিবি ডেটা এবং ১০০০ টি এসএমএস পেয়ে থাকেন। এয়ারটেলের থেকে জিও গ্রাহকরা ওই একই খরচে এখনো বেশি সুবিধা পেলেও কিন্তু চাপ বাড়ছে জিওর। কেননা জিও সিম কার্ড কেবলমাত্র নূন্যতম 4G ফোনে চলে, অন্যদিকে এয়ারটেলের সিম কার্ড চলে 2G থেকে 5G যে কোন ফোনেই।

Advertisements