Airtel গ্রাহকদের জন্য সুখবর, ফিরে এলো ১০, ২০, ৫০ টাকার রিচার্জ

নিজস্ব প্রতিবেদন : অক্টোবর মাসে জিও তাদের গ্রাহকদের জন্য অন্য নেটওয়ার্কে কল করার ক্ষেত্রে আইইউসি চার্জ ঘোষণা করে। সেসময় এয়ারটেল বা ভোডাফোন কেউই সেই পথে না হাঁটলেও ডিসেম্বর মাস থেকে শুরু হয় তাদের আইইউসি চার্জ ঘোষণা, সাথে মহার্ঘ ৪২% বেশি ট্যারিফ প্ল্যান। বর্তমানে যতগুলি নতুন প্ল্যান নিয়ে আসা হয়েছে তাতে এয়ারটেল গ্রাহকরা রিচার্জের সাথে ১০০০ অথবা ৩০০০ মিনিট পর্যন্ত অন্য নেটওয়ার্কে কল করার সুযোগ পাচ্ছেন। তারপরেই গ্রাহকদের অন্য নেটওয়ার্কে কল করার জন্য মিনিটে ৬ পয়সা করে গুনতে হবে। আর সে কারণেই জিওর মতোই এয়ারটেল তাদের গ্রাহকদের সুখবর দিয়ে ফিরিয়ে নিয়ে এলো ১০ টাকা থেকে শুরু করে ৫০০০ টাকার পর্যন্ত টপ-আপ রিচার্জ।

এয়ারটেলের নতুন টপ-আপ ও টকটাইম

১০ টাকা – ৭.৪৭ টকটাইম,২০ টাকা – ১৪.৯৫ টকটাইম, ৫০ টাকা – ৩৯.৩৭ টকটাইম, ১০০ টাকা – ৮১.৭৫ টকটাইম, ৫০০ টাকা – ৪২৩.৭৫ টকটাইম, ১০০০ টাকা – ৮৪৭.৪৬ টকটাইম, ৫০০০ টাকা – ৪২৩৭.৩৯ টকটাইম।

প্রসঙ্গত, এই টপ-আপ রিচার্জগুলির সাথে কোনরকম ভ্যালিডিটি পাওয়া যাবে না। আপনার পূর্বের রিচার্জ করা প্ল্যানের সাথে এই টপ-আপ গুলি অন্য নেটওয়ার্কে কল করার জন্য প্রযোজ্য।