Satellite Broadband Services: লাগবে না সিমকার্ড, এবার নতুন প্রযুক্তিতে ফোনে ফোনে কথা বলাবে Airtel

Airtel is going to bring Satellite Broadband Services: এবার সিমকার্ড ব্যবহারের দিন শেষ। পূরণ হতে চলেছে জনসাধারণের ইচ্ছা। খুব শীঘ্রই চালু হতে চলেছে বাণিজ্যিক স্যাটেলাইট ব্রডব্যান্ড পরিষেবা (Satellite Broadband Services)। যার জন্য আবেদন করেছে ভারতী গ্রুপ। প্রকাশ্যে এসেছে ভারতী গ্রুপের এক বড় পদক্ষেপ। দেশে স্যাটেলাইট পরিষেবা প্রদানের জন্য ৬ বছরের বিতরণ চুক্তি স্বাক্ষর করেছে ভারতী গ্রুপ। এই ছয় বছরের চুক্তি স্বাক্ষরিত হয়েছে যৌথভাবে। ওয়ান ওয়েব এবং হিউজ কমিউনিকেশন ইন্ডিয়া যুগ্মভাবে এই চুক্তি স্বাক্ষরিত করেছে। যা ওয়ান ওয়েবের জন্য দারুন সুবিধা প্রদান করবে।

প্রসঙ্গত, এই ভারতী কোম্পানি হল এয়ারটেল কোম্পানি। যা দেশের টেলিকম সংস্থাগুলির মধ্যে অন্যতম। শুধু ভারত নয়, প্রায় ১৮টি দেশে ছড়িয়ে রয়েছে এই সংস্থার নাম। নয়া দিল্লিতে রয়েছে এই সংস্থার প্রধান অফিস। এয়ারটেল সিমকার্ড ব্যবহারকারীদের রাশ টানতে ইন্টারনেট দুনিয়ায় দারুন উন্নতি ঘটাচ্ছে এয়ারটেল সংস্থা। ইউজারদের ভালো পরিষেবা দিতে 4G, 5G এবং LTE অ্যাডভান্স চালু করেছে। তারমধ্যেই খবর এসেছে স্যাটেলাইট পরিষেবা (Satellite Broadband Services) প্রদানের। যার ফলে আর সিমকার্ড ব্যবহারের প্রয়োজন হবে না স্মার্টফোন ইউজারদের।

সূত্রের খবর, যৌথভাবে সংস্থা তরফে এই পদক্ষেপ নিতে পারে। তবে কেন্দ্র সরকারের পক্ষ থেকে এই বিষয়ে কোনো খবর প্রকাশিত হয়নি। কোন স্পষ্ট ধারণা, স্যাটেলাইট কি বা কিভাবে কাজ করবে সেই নিয়েও কোনো বিবৃতি দেওয়া হয়নি। তবে খবর রয়েছে এই স্যাটেলাইট ব্রডব্যান্ড পরিষেবা নিয়ে নিরন্তর কাজ চালাচ্ছে টেলিকমিউনিকেশন সংস্থাগুলি। যা একবার চালু হয়ে গেলে দারুন সুবিধে পাবে স্মার্টফোন ব্যবহারকারীরা।

আরও পড়ুন 👉 Jio Unlimited Data Plan: রাতের ঘুম উড়ল এয়ারটেলের! আনলিমিটেড ইন্টারনেট প্ল্যান এনে সবাইকে পিছনে ফেলে দিল জিও

অপরদিকে এও শোনা যাচ্ছে যে, এই বিষয়ে একটি ট্রায়াল পরিচালনা করা হবে। ফলেই আরো বেশ কিছু দিন অপেক্ষা করতে হবে ইউজারদের। খবর রয়েছে ২০২৪ সালের জুন মাসের মধ্যেই সারা ভারতজুড়ে চালু হয়ে যাবে স্যাটেলাইট ব্রডব্যান্ড পরিষেবা (Satellite Broadband Services)। যা এক প্রতিবেদনের তথ্যে প্রকাশ পেয়েছে।

কিন্তু ইউজাররা কিভাবে ব্যবহার করবে তা অজানা। এমনকি এয়ারটেল সংস্থা তরফে জানানো হয়েছে, সরকারের থেকে তারা এই বিষয়ে কোনো স্পষ্টিকরণ পায়নি। পাশাপাশি ভারতের স্যাটেলাইট পরিষেবা কবে পৌঁছাবে বা সেই সংক্রান্ত কোনো ছবি তাদের কাছে স্পষ্ট নয়। তবে এই নিয়ে তারা তাদের কাজ চালিয়ে যাচ্ছে। ফলেই এই স্যাটেলাইট পরিষেবা পেতে অপেক্ষায় রয়েছে ইউজাররা। কবে চালু হয় সেটাই দেখার।