নিজস্ব প্রতিবেদন : Jioর পর এবার Airtel-ও নিয়ে এলো ২৫১ টাকার একটি নতুন ডেটা রিচার্জ প্ল্যান বা ডেটা ভাউচার। ২৫১ টাকার ডেটা রিচার্জ ভাউচারে এয়ারটেল দিচ্ছে ৫০ জিবি ৪জি ডেটা। তবে এই নতুন রিচার্জ ভাউচারের কোনরকম ভ্যালিডিটি নেই। সুতরাং ব্যবহার করার আগে অবশ্যই জানা দরকার কারা এই রিচার্জ ভাউচারের সুবিধা উঠাতে পারবেন।
এই রিচার্জ ভাউচারটি সেই সকল গ্রাহকদের জন্য যাদের বিপুল পরিমাণে ইন্টারনেট বা ডেটার প্রয়োজন হয়ে থাকে। এই রিচার্জ ভাউচারটি ব্যবহার করার জন্য আপনাকে অবশ্যই আগে থেকে অন্য কোন ভ্যালিডিটি ভাউচার রিচার্জ করে রাখতে হবে। উদাহরণস্বরূপ, আপনার এয়ারটেল নম্বরে ২৪৯ টাকার রিচার্জ করা আছে। যেখানে আপনি প্রতিদিন ১.৫ জিবি করে ডেটা পাচ্ছেন।এরপরেও যদি ডেটার প্রয়োজন হয়ে থাকে সে ক্ষেত্রে আপনি এই রিচার্জ ভাউচারটি ব্যবহার করতে পারবেন। ঠিক একইভাবে ধরুন আপনার নম্বরে কেবল মাত্র ৪৯ টাকা রিচার্জ করা আছে। অথচ হঠাৎ করে আপনার ইন্টারনেট ব্যবহার করা প্রয়োজন।সেক্ষেত্রেও আপনি এই রিচার্জ ভাউচারটি রিচার্জ করে ইন্টারনেটের সুবিধা উঠাতে পারবেন। তবে এরকম (৪৯/২৪৯) ভ্যালিডিটি ভাউচার রিচার্জ করার নেই এমন কোন গ্রাহকরা এই রিচার্জ ভাউচারটি রিচার্জ করলে কোন রকম সুবিধা পাবেন না। মোটের উপর অতিরিক্ত ডেটার জন্য এই নতুন ২৫১ টাকা রিচার্জ ভাউচার।
তবে এই ২৫১ টাকার ডেটা ভাউচার ছাড়াও এয়ারটেলের রয়েছে আরও দুটি সস্তার ডেটা ভাউচার। যেগুলি হলো ৪৮ টাকা ও ৯৮ টাকা। ৪৮ টাকায় গ্রাহকরা পাবেন ৩ জিবি ডেটা ২৮ দিনের জন্য। আর ৯৮ টাকায় পাবেন ১২ জিবি ডেটা, যার কোন নির্দিষ্ট ভ্যালিডিটি নেই। এছাড়াও রয়েছে ৪০১ টাকার আরও একটি ডেটা ভাউচার, যাতে গ্রাহকরা প্রতিদিন ৩ জিবি করে ডেটা পাবেন ২৮ দিনের জন্য। এই রিচার্জ প্ল্যানগুলিতে কোনরকম আলাদা করে কলের সুবিধা নেই।