Airtel 26 Recharge Plan: বেশি খরচের চিন্তা দূর, এবার মাত্র ২৬ টাকা রিচার্জ প্ল্যান আনলো এয়ারটেল

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভারতে যে সকল টেলিকম সংস্থা এখন জনপ্রিয় টেলিকম সংস্থা হিসেবে জায়গা করে নিয়েছে তার মধ্যে অন্যতম হলো এয়ারটেল (Airtel)। এই টেলিকম সংস্থাটি এখন দেশের দ্বিতীয় বৃহত্তম টেলিকম সংস্থা। পাশাপাশি সম্প্রতি এই টেলিকম সংস্থার জনপ্রিয়তাও এখন বেড়ে চলেছে। আর দিন দিন জনপ্রিয় হয়ে ওঠা এই টেলিকম সংস্থা এবার সস্তায় ২৬ টাকার রিচার্জ প্ল্যান (Airtel 26 Recharge Plan) নিয়ে এলো।

Advertisements

জুলাই মাসে অন্যান্য বেসরকারি টেলিকম সংস্থার মতো Airtel তাদের রিচার্জ প্ল্যানের দাম বৃদ্ধি করলে গ্রাহকরা সংস্থার উপর রীতিমতো ক্ষুব্ধ হয়ে ওঠেন। সংস্থার উপর এইভাবে ক্ষুব্ধ হয়ে ওঠার পিছনে মূল কারণ হলো খরচ বৃদ্ধি পাওয়া। তবে এরপর এই টেলিকম সংস্থা গ্রাহকদের মন রাখতে একের পর এক নতুন সুবিধা দেওয়ার ঘোষণা করে। এসবের মধ্যে এবার বেশি খরচের চিন্তা দূর করতে ২৬ টাকার রিচার্জ প্ল্যান লঞ্চ হল।

Advertisements

অনেকেই রয়েছেন যাদের পকেটে টাকা পয়সার কমিটি পড়ে যাওয়ার কারণে রিচার্জ করতে পারেন না। অথচ মোবাইল অনেক ক্ষেত্রেই খুব জরুরি হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে ওই সকল গ্রাহকরা মাত্র ২৬ টাকার এই রিচার্জ প্ল্যানটি ব্যবহার করে অসময়ে সুবিধা পেতে পারেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক ২৬ টাকায় এয়ারটেল গ্রাহকরা কি কি পাবেন?

Advertisements

আরও পড়ুন : BSNL 5G Testing: 4G-র জামানা অতীত, এবার BSNL দেখালো তাদের 5G টেস্টের ভিডিও

যে সকল গ্রাহকরা ২৬ টাকা রিচার্জ করবেন তারা ১.৫ জিবি ডেটা পাবেন। এই রিচার্জ প্ল্যানের বৈধতা রয়েছে একদিন। তবে শুধু ২৬ টাকা নয়, এইরকম আরও বেশ কয়েকটি রিচার্জ প্ল্যান রয়েছে এয়ারটেলের। যেমন ২২ টাকা, ৩৩ টাকা। ২২ টাকা রিচার্জ করলে ১ জিবি ডেটা পাওয়া যায় একদিনের জন্য এবং ৩৩ টাকা রিচার্জ করলে ২ জিবি ডেটা পাওয়া যায়। প্রত্যেকটির ক্ষেত্রেই বৈধতা একদিন।

এয়ারটেলের এই সকল রিচার্জ প্ল্যান গ্রাহকদের অনেক সুবিধা দেবে তা নিয়ে কোন সন্দেহ নেই। বিশেষ করে অসময়ে এই সকল রিচার্জ প্ল্যান গ্রাহকদের অনেকটাই কাজে দেবে। আর এসবের পরিপ্রেক্ষিতেই মূল্যবৃদ্ধির ঝটকা ভুলে নতুন করে জনপ্রিয়তা বাড়ছে এয়ারটেলের।

Advertisements