Airtel Wifi: ৩০১ টাকায় ১০টি ফোনে চলবে ইন্টারনেট! বাজারে ঝড় তুলল Airtel-এর নতুন Wifi ডিভাইস

Antara Nag

Published on:

Advertisements

Airtel launched a new Wifi device to provide a cheap Wifi connection: সাম্প্রতিক সময়ে প্রায় প্রতি বাড়িতেই রয়েছে অ্যান্ড্রয়েড সেট। আর স্মার্ট ফোন থাকা মানে তাতে তো ইন্টারনেট পরিষেবা লাগবেই। তা না হলে সেই ফোনের অস্তিত্ব নেই ব্যবহারকারীদের কাছে। কিন্তু এই ইন্টারনেট পরিষেবা পেতে রিচার্জ করতে গিয়েই ধাক্কা লাগে সাধারণ মানুষের। বাড়িতে অনেকগুলো স্মার্ট ফোন থাকলে আর আলাদা আলাদা রিচার্জ করতে অনেকটাই অর্থ ব্যয় হয়। তাই সেইসব স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য দুর্দান্ত চমক (Airtel Wifi) আনল এয়ারটেল। কি সেই দুর্দান্ত চমক?

Advertisements

এয়ারটেল সংস্থা বাজারে আনলো এক চমৎকার এয়ারটেল ওয়াইফাই (Airtel Wifi) ডিভাইস। যা ইন্সটল করলে বাড়ির আলাদা আলাদা ফোনের জন্য আর আলাদা আলাদা ইন্টারনেট রিচার্জ করতে হবে না। সাশ্রয়ী মূল্যে এয়ারটেলের এই ওয়াইফাই ডিভাইসে রিচার্জ করলেই একাধিক ফোনে পাওয়া যাবে পরিষেবা। কি এই ডিভাইসের নাম? কত টাকা রিচার্জ করলে কত জিবি ইন্টারনেট পাওয়া যাবে? রইল বিস্তারিত তথ্য….

Advertisements

এয়ারটেলের এই ওয়াইফাই ডিভাইসের নাম Airtel DigitalTV E5573Cs-609। যা অনলাইন প্ল্যাটফর্ম অ্যামাজনে উপলব্ধ রয়েছে। ওয়ারলেস হটস্পট সিঙ্গেল ব্যান্ড এই ওয়াইফাই ডিভাইসের দাম রয়েছে ২,৭৯৯ টাকা। তবে অত টাকা খরচ করতে হবে না। ২০০০ টাকার ডিসকাউন্টে ৭৯৯ টাকার বিনিময়ে পেয়ে যাবেন এই ওয়ান টাইম ইনভেসমেন্ট প্ল্যান। সাথে পাওয়া যাবে এক বছরের ওয়ারেন্টি।

Advertisements

আরও পড়ুন ? BSNL 4G Kolkata: মাথায় হাত Vi, Jio, Airtel-এর, কলকাতায় চালু হয়ে গেল BSNL 4G! আপনি কবে থেকে পাবেন পরিষেবা

রিচার্জ প্ল্যান কেমন? এয়ারটেলের এই ওয়াইফাই ডিভাইস কেনার সাথে কিনতে হবে রিচার্জ প্যাক। যা এয়ারটেলের ওয়েবসাইটে উপলব্ধ রয়েছে। যেমন ৩০১ টাকার বিনিময়ে পেয়ে যাবেন ৫০ জিবি ডেটা প্যাক। অনুরুপে, এই ডিভাইসে ১৪৮ টাকা খরচ করলে পাবেন ১৫ জিবি ডেটা প্ল্যান। এর থেকেও কম খরচে ১২৯ টাকার রিচার্জ করলে পাওয়া যাবে ১২ জিবি ডেটা। যা স্মার্ট ফোন, ল্যাপটপ, টিভি সমস্ত ডিভাইসের সাথেই সংযুক্ত করতে পারবেন।

এয়ারটেলের এই ওয়াইফাই (Airtel Wifi) ডিভাইস ইন্সটল করলে সেই বাড়িতে ভিন্ন ভিন্ন ডিভাইসের জন্য ভিন্ন ভিন্ন রিচার্জ করতে হবে না। এই ডিভাইসে রিচার্জ করলেই চলবে বাড়ির একাধিক ফোন, টিভি, ল্যাপটপ ইত্যাদি ডিভাইস। তবে উল্লেখ্য বিষয়, এয়ারটেলের এই ওয়াইফাই ডিভাইস প্রদান করবে 4G হাই স্পিড ইন্টারনেট পরিষেবা। পাশাপাশি পাওয়া যাবে ৬ ঘন্টার ব্যাটারি লাইফ।

Advertisements