৭৮ টাকার নতুন Add-on প্ল্যান আনলো Airtel

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভারতের টেলিকম বাজারে টেলিকম সংস্থাগুলির মধ্যে প্রতিযোগিতায় নিজেদের অস্তিত্ব বজায় রাখতে প্রতিনিয়ত নতুন নতুন রিচার্জ প্ল্যান আনছে টেলিকম সংস্থাগুলি। আর সেই মতো এবার ভারতের দ্বিতীয় বৃহত্তম টেলিকম সংস্থা এয়ারটেল তাদের গ্রাহকদের জন্য নিয়ে এলো ৭৮ টাকার নতুন একটি Add-on প্ল্যান। যে প্ল্যানে বাড়তি ডেটার পাশাপাশি রয়েছে অতিরিক্ত বেশ কিছু সুবিধা।

Advertisements

Advertisements

৭৮ টাকা : বাড়তি ডেটার জন্য এই নতুন অ্যাড অন প্ল্যানে এয়ারটেল গ্রাহকরা পাবেন ৫ জিবি ডেটা। পাশাপাশি এই অ্যাড অন প্লানে রয়েছে এক মাসের জন্য Wynk প্রিমিয়াম সাবস্ক্রিপশন বিনামূল্যে। যেখানে আপনি বিজ্ঞাপন ফ্রি গান শোনা এবং আনলিমিটেড ডাউনলোড করার সুযোগ পাচ্ছেন।

Advertisements

এছাড়াও এয়ারটেলের অন্যান্য যেসকল Add-on প্ল্যান রয়েছে সেগুলি হল ৪৮ টাকা, ৮৯ টাকা, ৯৮ টাকা, ১৩১ টাকা, ২৪৮ টাকা ২৫১ টাকা এবং ৪০১ টাকার।

৪৮ টাকায় পাওয়া যায় ২৮ দিনের জন্য ৩ জিবি ডেটা। ৮৯ টাকায় পাওয়া যায় ২৮ দিনের জন্য ৬ জিবি ডেটা, সাথে রয়েছে প্রাইম ভিডিও মোবাইল এডিশন বিনামূল্যে। ৯৮ টাকায় রয়েছে ১২ জিবি ডেটা। ১৩১ টাকায় রয়েছে ১০০ এমবি ডেটা, সাথে ৩০ দিনের জন্য অ্যামাজন প্রাইম সাবস্ক্রিপশন। ২৪৮ টাকায় রয়েছে ২৫ জিবি ডেটা এবং ১২ মাসের জন্য Wynk প্রিমিয়াম সাবস্ক্রিপশন। ২৫১ টাকায় রয়েছে ৫০ জিবি ডেটা। ৪০১ টাকায় রয়েছে ৩০ জিবি ডেটা এবং সাথে এক বছরের জন্য Disney+Hotstar VIP সাবস্ক্রিপশন।

Advertisements