নিজস্ব প্রতিবেদন : ভারতের টেলিকম বাজারে যে সকল টেলিকম সংস্থা নিজেদের আধিপত্য বজায় রেখে ব্যবসা চালাচ্ছে তার মধ্যে দুটি গুরুত্বপূর্ণ টেলিকম সংস্থা হল Jio এবং Airtel। দেশের প্রথম এবং দ্বিতীয় এই দুই টেলিকম সংস্থার মধ্যে প্রতিনিয়ত প্রতিদ্বন্দ্বিতা চলতে দেখা যায়। প্রতিদ্বন্দ্বিতার এই বাজারে এবার এয়ারটেল ১৯৯ টাকার নতুন একটি রিচার্জ প্ল্যান নিয়ে এলো।
১৯৯ টাকার রিচার্জ প্ল্যান আগেও এই টেলিকম সংস্থার ছিল। তবে একাধিকবার এই প্ল্যানের ক্ষেত্রে পরিবর্তন আনা হয়েছে। শেষবার এই একটি রিচার্জ প্ল্যানে এয়ারটেল-এর তরফ থেকে গ্রাহকদের দেওয়া হতো ২৪ দিনের ভ্যালিডিটি এবং আনলিমিটেড কলিং, প্রতিদিন ১ জিবি করে ডেটার সুবিধা। তবে ফের একবার এই রিচার্জ প্ল্যানের পরিবর্তন আনা হয়েছে। পরিবর্তন না জেনে রিচার্জ করলে পস্তাতে হবে গ্রাহকদের।
তবে এবার এয়ারটেলের তরফ থেকে এই রিচার্জ প্ল্যানের ক্ষেত্রে যে পরিবর্তন আনা হয়েছে তাতে আগের তুলনায় ভ্যালিডিটি ৬ দিন বাড়ানো হয়েছে। ভ্যালিডিটি ৬ দিন বাড়িয়ে পুরোপুরি ৩০ দিন করা হয়েছে। তবে কাঁচি চালানো হয়েছে ইন্টারনেটের ব্যবহারের ক্ষেত্রে। মূলত ট্রাইয়ের নির্দেশের ওপর ভিত্তি করে ভ্যালিডিটি ৩০ দিনের করা হয়েছে।
বর্তমানে এয়ারটেল গ্রাহকরা যদি ১৯৯ টাকার এই রিচার্জ প্ল্যান রিচার্জ করেন তাহলে তারা ৩০ দিনের ভ্যালিডিটি পাবেন। এর সঙ্গে পাবেন ভারতবর্ষের যে কোন নম্বরে আনলিমিটেড কথা বলার সুযোগ। এছাড়াও দেওয়া হচ্ছে মোট ৩০০ টি এসএমএস এবং সারা মাসের জন্য মাত্র ৩ জিবি ডেটা।
রিচার্জ প্ল্যানের সঙ্গে দেওয়া ডেটা শেষ হয়ে যাওয়ার পর গ্রাহকরা চাইলে বাড়তি ডেটা ভরতে পারবেন। যদি বাড়তি ডেটা রিচার্জ করা না হয় তাহলে প্রতি এমবি ৫০ পয়সা করে কাটা হবে। ৩০০ টি এসএমএস শেষ হয়ে যাওয়ার পর প্রতি এসএমএস এক টাকা করে চার্জ করা হবে সংস্থার তরফ থেকে।