Airtel Payments Bank: প্রতিমাসে ১৫ হাজার টাকা রোজগারের সুযোগ! সুযোগ দিচ্ছে Airtel Payments Bank

Prosun Kanti Das

Published on:

Airtel Payments Bank offers an opportunity to earn 15 thousand rupees per month at home: ভারতের দ্বিতীয় বৃহত্তম টেলিকম অপারেটর এয়ারটেল লিমিটেড। বিশ্বের বিচারেও সংস্থাটি রয়েছে দ্বিতীয় স্থানে। এয়ারটেল লিমিটেডের একটি শাখা এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক (Airtel Payments Bank)। এটি মূলত ব্যাঙ্কিং পরিষেবা প্রদান করে গ্রাহককে। এই অ্যাকাউন্টটিকে সেভিংস অ্যাকাউন্ট অথবা পেমেন্ট অ্যাকাউন্ট হিসেবেও ব্যবহার করা যায়। ২০২২ সালে আরবিআই এর পক্ষ থেকে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ককে প্রকৃত ব্যাংক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। বর্তমানে শুধুমাত্র টাকা সঞ্চয় বা লেনদেনের সুবিধাই নয়, এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক গ্রাহকদের জন্য ইনকামেরও সুযোগ করে দিচ্ছে। আপনি চাইলে মোটা অংকের অর্থ উপার্জন করতে পারবেন ঘরে বসেই।

ভারতে শুধুমাত্র এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কের ডিস্ট্রিবিউশন রিচ ভারতে প্রচলিত অন্যান্য ব্যাঙ্কের মোট শাখা ও এটিএম এর দ্বিগুণ। এখন থেকে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কের সাহায্যে উপার্জন করতে পারবেন যে কোন গ্রাহক। এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কের (Airtel Payments Bank) তরফ থেকে সিএসপি পয়েন্ট খোলার সুযোগ করে দেওয়া হয়েছে। এই সিএসপি পয়েন্টের মাধ্যমে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কের বেশ কিছু পরিষেবা পৌঁছে দেওয়া যাবে গ্রাহকদের কাছে। আর ব্যাঙ্কের এজেন্ট হিসেবে ঘরে বসে আপনি উপার্জন করতে পারবেন ১৫ থেকে ২০ হাজার টাকা। এই কাজের জন্য আবেদন করা খুবই সোজা। চলুন জেনে নেওয়া যাক এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কের মাধ্যমে আমরা কি কি সুযোগ-সুবিধা পেতে পারি?

কাজের প্রকৃতি

এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কের (Airtel Payments Bank) সিএসপি শাখাগুলি আমাদেরকে বিভিন্নভাবে সাহায্য করতে পারে।

  1. সিএসপি পয়েন্টের সাহায্যে আধার কার্ডের মাধ্যমে টাকা তোলা সম্ভব হবে।
  2. এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কে (Airtel Payments Bank) গ্রাহকদের অ্যাকাউন্ট খুলতে সাহায্য করা হবে।
  3. মোবাইল রিচার্জ করা সম্ভব।
  4. একটি অ্যাকাউন্ট থেকে অন্য একটি অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে সাহায্য করা।
  5. এমনকি অটল পেনশন যোজনার জন্য আবেদন করাও সম্ভব এই সিএসপি পয়েন্ট থেকে।
কাজের জায়গা

এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কের (Airtel Payments Bank) সিএসপি পয়েন্ট খোলার জন্য আপনাকে বাইরে কোথাও যেতে হবে না। আপনি চাইলে আপনার নিজের বাড়িতেই কাজটি করতে পারেন। দোকান হিসেবে একটি নির্দিষ্ট জায়গা দেখালেই হবে। সেটি আপনার বাড়ির মধ্যে হলেও অসুবিধা নেই। আর লাগবে একটি মোবাইল ফোন। তাহলেই আপনি এই কাজ করতে পারবেন।

আরও পড়ুন 👉 SWP Plan: প্রতিমাসে পান ১০০০০ টাকা, শুধু একবার বিনোযোগ করুন SBI-এর এই SWP প্ল্যানে

বিনিয়োগ

এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কের (Airtel Payments Bank) সিএসপি পয়েন্ট খোলার জন্য আলাদাভাবে কোন অর্থ বিনিয়োগ করার প্রয়োজন নেই। কোনরকম বিনিয়োগ ছাড়াই আপনি শুরু করতে পারবেন এই কাজ। যদি কাজ শুরু করার পর কোন অর্থ জমা করার প্রয়োজন হয়, তাহলে সে বিষয়ে বিস্তারিত তথ্য সংস্থা নিজেই আপনাকে জানাবে।

উপার্জন

কোনরকম ইনভেসমেন্ট ছাড়াই এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কের (Airtel Payments Bank) সিএসপি পয়েন্টের মাধ্যমে আপনি অনেক টাকা উপার্জন করতে পারেন। প্রতি মাসে উপার্জন হতে পারে প্রায় ১৫ থেকে ২০ হাজার টাকার কাছাকাছি।

যোগ্যতা

সিএসপি পয়েন্ট খোলার জন্য আলাদাভাবে কোন শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা নেই। প্রয়োজনীয় উপকরণগুলি থাকলে এবং আবেদনপত্রটি সঠিক তথ্য সহকারে পূরণ করতে পারলেই এই কাজে নিযুক্ত হওয়া যায়।

আবেদন পদ্ধতি

এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কের সিএসপি পয়েন্ট খোলার জন্য আবেদন করার পদ্ধতি অত্যন্ত সহজ। আবেদন করতে হবে অনলাইনে। এয়ারটেল মিত্র বলে একটি অ্যাপ রয়েছে যেটিকে ডাউনলোড করতে হবে আপনার ফোনে। তারপর সেখানে নিজের মোবাইল নম্বর রেজিস্টার করলে একটি ওটিপি জেনারেট হবে। ওটিপি বসালে আবেদন পত্র চলে আসবে আপনার স্ক্রিনে। যথাযথ তথ্য সহকারে আবেদন পত্রটি সঠিকভাবে পূরণ করে সাবমিট করতে হবে। আবেদন করার ৩ দিনের মধ্যে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কের অধীনস্থ ডিস্ট্রিবিউটরের তরফ থেকে আপনার সাথে যোগাযোগ করা হবে।