Jio কে টেক্কা, দারুণ সুযোগ, ২৫ শতাংশ ক্যাশব্যাক দিচ্ছে Airtel

নিজস্ব প্রতিবেদন : ভারতের টেলিকম বাজারে যে সকল টেলিকম সংস্থা রয়েছে তাদের মধ্যে অন্যতম হলো Jio এবং Airtel। এই দুই টেলিকম সংস্থার মধ্যে প্রতিনিয়ত চলছে প্রতিদ্বন্দ্বিতা। একে অপরকে টেক্কা দিতে ব্যস্ত এই দুই টেলিকম সংস্থা। তবে এবার দেশের দ্বিতীয় বৃহত্তম টেলিকম সংস্থা এয়ারটেল প্রথম টেলিকম সংস্থা জিওকে টেক্কা দিতে দারুণ এক অফার দিতে শুরু করলো।

এয়ারটেল গ্রাহকরা মোবাইল, DTH, ব্রডব্যান্ড গ্রাহকরা রিচার্জ করলেই পাবেন ক্যাশব্যাক। এয়ারটেলের ওয়েবসাইটে দেওয়া তথ্য থেকে জানা যাচ্ছে, ২৫ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক পাবেন গ্রাহকরা। তবে এই ক্যাশব্যাক পাওয়ার ক্ষেত্রে এয়ারটেল গ্রাহকদের রিচার্জ করতে হবে সংস্থার নিজস্ব অ্যাপ Airtel Thanks থেকে।

তবে শুধু সংস্থার নিজস্ব অ্যাপ Airtel Thanks থেকে রিচার্জ করলে এই ক্যাশব্যাক পাওয়া যাবে না। এমন ক্যাশব্যাক পাওয়ার ক্ষেত্রে সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, রিচার্জ করার সময় গ্রাহকদের পেমেন্ট করতে হবে Airtel Axis Bank ক্রেডিট কার্ডের মাধ্যমে। এয়ারটেল এবং অ্যাক্সিস ব্যাঙ্ক একসঙ্গে হাত মিলিয়ে এই ক্রেডিট কার্ড লঞ্চ করেছে।

এই ক্রেডিট কার্ডের মাধ্যমে এয়ারটেলের বিভিন্ন রিচার্জ ছাড়াও ইলেকট্রিক বিল, গ্যাস বুকিং সহ বিভিন্ন ক্ষেত্রে বিল মেটানো যাবে। এছাড়াও অনলাইনে অন্যান্য জিনিসপত্র কেনা অথবা খাবার ইত্যাদি অর্ডার দেওয়ার ক্ষেত্রেও এই ক্রেডিট কার্ড ব্যবহার করতে পারবেন গ্রাহকরা।

বর্তমানে এই ক্রেডিট কার্ড ব্যবহার করে এয়ারটেলের মোবাইল সহ ডিটিএইচ এবং অন্যান্য পরিষেবার ক্ষেত্রে রিচার্জ করাই ২৫ শতাংশ ছাড় পাওয়ার পাশাপাশি ইলেকট্রিক বিল, ওয়াটার ও গ্যাস পেমেন্ট করলে পাবেন ১০ শতাংশ ক্যাশব্যাক পাওয়া যাচ্ছে। সর্বোচ্চ ছাড় হিসাবে প্রতিমাসে ৩০০ টাকা দেওয়া হবে। এছাড়াও এই ক্রেডিট কার্ডের আবেদন করলে ৫০০ টাকা Amazon ভাউচার পাওয়া যাবে।