মাত্র ৯৯ টাকায় বাড়ি পাহারা দেবে Airtel

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভারতের টেলিকম বাজারে এখন চলছে বিপ্লব। Jio-র হাত ধরে ভারতে এই বৈপ্লবিক পরিবর্তন আসা শুরু হয়। ধীরে ধীরে অন্যান্য টেলিকম সংস্থাগুলিও এই বিপ্লবে পা মেলায় এবং ডিজিটাল ইন্ডিয়াকে ত্বরান্বিত করে। ভারতে এই ডিজিটাল ইন্ডিয়ার আরেক অঙ্গ হল Airtel।

Advertisements

Jio সস্তায় পরিষেবা দিতে শুরু করার পর তাদের সঙ্গে পাল্লা দিয়ে Airtel-ও প্রতিনিয়ত তাদের গ্রাহকদের জন্য সস্তায় পরিষেবা আনছে। এইসকল পরিষেবার মধ্যে এবার তারা এমন একটি পরিষেবা আনতে চলেছে যাতে আপনার বাড়ি পাহারা দেওয়া নিয়ে কোনো চিন্তা করতে হবে না। মাসে মাত্র ৯৯ টাকাতেই আপনার বাড়ি পাহারা দেবে এই টেলিকম সংস্থা।

Advertisements

সংস্থার তরফ থেকে এই সংক্রান্ত নতুন ব্যবসায় পা রাখা শুরু হয়েছে। খোলসা করে বললে বলা যায়, এয়ারটেল এবার হোম সার্ভেল্যান্স সলিউশন ব্যবসায় পা রাখছে। এর জন্য তারা একটি নতুন সাব ব্র্যান্ড লঞ্চ করার জন্য প্রস্তুতি নিয়ে ফেলেছে। ইতিমধ্যেই সংস্থার তরফ থেকে পাইলট প্রজেক্ট হিসাবে দিল্লিতে নতুন ব্র্যান্ড X-Safe নামে পরিষেবা দিতে শুরু করেছে। পাইলট প্রজেক্টের অংশ হিসেবে এই টেলিকম সংস্থা এয়ারটেল এক্সট্রিম ফাইবার ব্রডব্যান্ড গ্রাহকদের এই পরিষেবা দিতে শুরু করেছে।

Advertisements

হোম সার্ভেল্যান্স, স্মার্ট হোমের মত বড় বড় কথা থাকলেও ঘাবড়াবার কিছু নেই। কারণ এই সংস্থা খুবই সহজ তাই এই পরিষেবা দিতে শুরু করেছে গ্রাহকদের। এই পরিষেবার জন্য মাসে গ্রাহকদের খরচ করতে হবে মাত্র ৯৯ টাকা, আবার কেউ যদি বার্ষিক প্ল্যান নিতে চান তাহলে তাকে খরচ করতে হবে বছরে মাত্র ৯৯৯ টাকা। স্বাভাবিকভাবেই বার্ষিক প্ল্যানের ক্ষেত্রে এই পরিষেবা আরও সস্তা হয়ে যাচ্ছে।

এই পরিষেবার মধ্য দিয়ে ঘরে ও বাইরের জন্য HD ক্যামেরা, 360-ডিগ্রি ভিউ, কালার নাইট ভিশন, প্রাইভেসি শাটার এবং হিউম্যান ডিটেকশনের মতো সিকিউরিটি সলিউশন রাখা হবে। এছাড়াও এই পরিষেবা সংযুক্ত থাকবে FTTH ব্রডব্যান্ড সংযোগ এবং টেলকো গ্রেড ক্লাউড স্টোরেজে। যার ফলে আপনি ঘরে থাকুন অথবা বাইরে ফোনের মাধ্যমেই সমস্ত কিছু দেখতে পাবেন। এছাড়াও থাকবেই হিউম্যান ডিটেকশন, এর মাধ্যমে কেউ যদি বাড়িতে ঢোকার চেষ্টা করেন তাহলে অ্যালার্ট করা হবে।

এই পরিষেবার মধ্য দিয়েই ছবি ভিডিও সমস্ত কিছু অনলাইনে স্টোর হবে। ক্লাউড স্টোরেজ পরিষেবা দেবে এয়ারটেল। এই পরিষেবা নেওয়ার ক্ষেত্রে গ্রাহকদের এককালীন ক্যামেরা লাগানোর খরচ বহন করতে হবে। পরবর্তীতে কেবলমাত্র মাসিক রেন্টাল বহন করতে হবে।

Advertisements