Airtel, Vodafone -এ বন্ধ হলো মিনিমাম রিচার্জ ৩৫ টাকা, গ্রাহকদের মাথায় হাত

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : গতকাল অর্থাৎ রবিবার ১লা ডিসেম্বর ভোডাফোন আইডিয়া, এয়ারটেল যৌথভাবে ঘোষণা করে আগামী ৩ তারিখ থেকে তাদের ট্যারিফ প্ল্যান বাড়ানো হবে, নতুন ট্যারিফ প্ল্যান অনুযায়ী গ্রাহকের খরচ বাড়বে ৪২ শতাংশ পর্যন্ত। এয়ারটেল, ভোডাফোনের ঘোষণার পর রিলায়েন্স জিও-ও ঘোষণা করে আগামী ৬ তারিখ থেকে তাদেরও ট্যারিফ রেট বাড়ানো হবে ৪০% পর্যন্ত। আর এই নতুন প্ল্যান আসার সাথে সাথেই বন্ধ হয়ে গেল এয়ারটেল, ভোডাফোনের প্রতিমাসের সর্বনিম্ন ৩৫ টাকার রিচার্জ।

Advertisements

Advertisements

৩৫ টাকার রিচার্জ বন্ধ হয়ে যাওয়ার পাশাপাশি বন্ধ হয়ে গেল আরো একটি স্বল্প মূল্যের রিচার্জ ৬৫ টাকা। ৩৫ টাকায় পাওয়া যেত ২৬.৬৬ টাকা টকটাইম, ১০০ এমবি ইন্টারনেট, ১.৫ পয়সা প্রতি সেকেন্ড কল আর ভ্যালিডিটি ২৮ দিন। ৬৫ টাকার রিচার্জে পাওয়া যেত ৫৫ টাকা টকটাইম, ২০০ এমবি ইন্টারনেট, ৬০ পয়সা প্রতি মিনিট কল, ভ্যালিডিটি ২৮ দিন।

Advertisements

আর এবার এয়ারটেল ও ভোডাফোন এই দুটি মিনিমাম রিচার্জের পরিবর্তে নিয়ে এসেছে ৪৯ টাকা এবং ৭৯ টাকার রিচার্জ। ৪৯ টাকার রিচার্জে গ্রাহকরা ৩৮ টাকা টকটাইম ও ১০০ এমবি ডেটা পাওয়া যাবে। প্রতি সেকেন্ডে ২.৫ পয়সা চার্জ কাটা হবে। এই প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিন। এছাড়াও যেসব গ্রাহকদের বেশি টকটাইম দরকার তারা ৭৯ টাকার প্ল্যান রিচার্জ করতে পারবেন। এই প্ল্যানেরও ভ্যালিডিটি ২৮ দিন। এখানে ৬৩.৯৫ টাকা টকটাইম ও ২০০ এমবি ডেটা দেওয়া হবে। কল চার্জ এখানে প্রতি সেকেন্ডে পয়সা হিসাবে নেওয়া হবে।

তবে এইগুলো ছাড়াও দুটি টেলিকম সংস্থায় তাদের গ্রাহকদের জন্য ২৮ দিন, ৮৪ দিন এবং ৩৬৫ দিনের কম্বো প্যাক নিয়ে এসেছে। যেগুলিতে নিজস্ব নেটওয়ার্কে আনলিমিটেড কল করার সুবিধা রয়েছে, অন্য নেটওয়ার্কে কল করার জন্য নির্দিষ্ট মিনিট দেওয়া হচ্ছে, এছাড়াও রয়েছে প্রতিদিন ইন্টারনেটের ও এসএমএসের সুবিধা।

Advertisements