Airtel ও Vodafone গ্রাহকদের নাম্বার চালু রাখতে করতেই হবে এই নূন্যতম রিচার্জ

Shyamali Das

Published on:

Advertisements

আপনি যদি ভোডাফোন – আইডিয়া বা এয়ারটেলের গ্রাহক হন, নিশ্চই জানতে হবে এই নতুন নিয়ম।

Advertisements

Advertisements

নিজস্ব প্রতিবেদন : কিছুদিন আগেই নিজেদের প্রিপেড প্ল্যানগুলির মূল্য বাড়িয়েছে ভোডাফোন, আইডিয়া এবং এয়ারটেল। এই নির্দিষ্ট মূল্যের রিচার্জে ভোডাফোন-আইডিয়া এবং এয়ারটেল গ্রাহকরা আনলিমিটেড কলের সুযোগ পাচ্ছেন। আর মিনিমাম রিচার্জ প্ল্যান অর্থাৎ নাম্বার চালু রাখতে গ্রাহকদের যে ন্যুনতম রিচার্জ করতে হবে, সেগুলি সরিয়ে নেয়নি তারা। আবার জিওর ক্ষেত্রে গ্রাহকদের অন্য যেকোনো নেটওয়ার্কে কল করার জন্য IUC চার্জ গুনতে হচ্ছে।

Advertisements

টেলিকম টকের এক রিপোর্টে জানিয়েছে, ভোডাফোন-আইডিয়া ও এয়ারটেল গ্রাহকরা তাদের নাম্বার চালু রাখতে হলে প্রতিমাসে রিচার্জ করতেই হবে। এয়ারটেল গ্রাহকদের ক্ষেত্রে সেই রিচার্জের পরিমাণ সর্বনিম্ন ২৩ টাকা এবং ভোডাফোন-আইডিয়া গ্রাহকদের ক্ষেত্রে তা ২৪ টাকা।

২০১৮ -এর অক্টোবরে টেলিকম মার্কেটের তিন বহুল প্রচলিত নেটওয়ার্ক এয়ারটেল, ভোডাফোন – আইডিয়া তাদের গ্রাহকদের সামনে কাছে যে নতুন প্ল্যানগুলি লঞ্চ করেছিল তাদেরই একটা এই মিনিমাম রিচার্জ প্ল্যান নামের একটি প্ল্যান। এই প্ল্যান অনুযায়ী নাম্বার চালু রাখার জন্য প্রতি মাসে গ্রাহককে সর্বনিম্ন ৩৫ টাকার রিচার্জ করাতে হবে। এই রিচার্জের বিনিময়ে গ্রাহকরা নেট ব্যালেন্স ও নিদির্ষ্ট টাকার কল করার সুবিধা পাবেন। এই প্ল্যান অনুযায়ী ২৮ দিনের শেষে আউটগোইং কল বন্ধ করে দাওয়া হবে এবং প্ল্যান শেষ হওয়ার ১৫ দিন পরেও যদি গ্রাহক এই ন্যুনতম রিচার্জ না করেন তবে তার ইনকামিং কলের সুবিধা বন্ধ করা হবে। এখন অবশ্য এই সময়সীমা ৭ দিন। অর্থাৎ ২৩ টাকার প্ল্যানটি এখন রিচার্জ করালে ২৮ দিন পর আউটগোয়িং কল এবং এরপর ৭ দিনের মধ্যে পুনরায় রিচার্জ না করলে ইনকামিং কলের সুবিধাও বন্ধ করে দেওয়া হবে। যদিও ৩৫ টাকার প্ল্যান বর্তমানে বন্ধ।

এয়ারটেলের মিনিমাম রিচার্জ প্ল্যান শুরু হয়েছে ২৩ টাকা থেকে এবং ভোডাফোন-আইডিয়র প্ল্যান ২৪ টাকা থেকে। এয়ারটেলে কলিং বা ডেটা অফার ছাড়াই কেবল ২৮ দিনের ভ্যালিডিটি পাওয়া যাবে এই প্ল্যানে। কিন্তু ভোডাফোনে একই অফার ১৪ দিনের। এরপরের প্ল্যান ৪৯ টাকার যাতে গ্রাহকরা ৩৮.৫৩ টাকা টকটাইম ও ১০০ এমবি ডেটা পাবে। এই প্ল্যানে প্রতি সেকেন্ডে ২.৫ পয়সা চার্জ করা হবে। তারপরের প্ল্যান ৭৯ টাকার যার ভ্যালিডিটিও ২৮ দিন। এই প্ল্যানে গ্রাহক ৬৩.৯৫ টাকার টকটাইম ও ২০০ এমবি ডেটা পাবেন এবং কলের জন্য মিনিটে ৬০ পয়সা গোনা হবে।

Advertisements