Airtel-এর থেকে ৬০ টাকা সস্তায় একই ইন্টারনেট প্ল্যান দিচ্ছে Jio

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভারতের টেলিকম বাজারে যুগান্তকারী পরিবর্তন এনে দিয়েছে Jio। সস্তায় গ্রাহকদের আনলিমিটেড ভয়েস কল, বিপুল পরিমাণে ইন্টারনেট এবং এসএমএস পৌঁছে দেওয়ার নিরিখে এই টেলিকম সংস্থার মাত্র কয়েক বছরের মধ্যে দেশের বৃহত্তম টেলিকম সংস্থায় পরিণত হয়েছে। যে সময়ের মধ্যে এই টেলিকম সংস্থার দেশের অধিকাংশ গ্রাহক আর নিজেদের ঝুলিতে পড়েছে তা একপ্রকার অবিশ্বাস্য।

Advertisements

অন্যদিকে একসময় দীর্ঘদিন ধরে ভারতের সবচেয়ে বড় টেলিকম সংস্থা হিসেবে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখা এয়ারটেল এখন দ্বিতীয় স্থানে রয়েছে। তবে দ্বিতীয় স্থানে থাকলেও এই টেলিকম সংস্থার তরফ থেকে বারংবার দাবি করা হয় লোকসানের মধ্য দিয়ে যাওয়ার। যে কারণে তারাই প্রথম পদক্ষেপ নেয় প্ল্যানের দাম বৃদ্ধি করার। অন্যদিকে এয়ারটেলের মত জিও-ও নিজেদের প্ল্যানের দাম বৃদ্ধি করে। তবে তা হলেও তারা ৬০ টাকা সস্তায় একই সুবিধা দিচ্ছে গ্রাহকদের।

Advertisements

এয়ারটেল এবং জিওর দুটি রিচার্জের মধ্যে তুলনা করলেই এই পার্থক্য স্পষ্ট হয়। এই দুটি রিচার্জ প্ল্যান হলো এয়ারটেলের ২০৯ এবং জিওর ১৪৯। কি রয়েছে এই দুটি রিচার্জ প্ল্যানে এবং পার্থক্য কোথায়? পার্থক্য ৬০ টাকার এবং ১ দিনের। এছাড়া আর কোন ফারাক নেই।

Advertisements

Airtel ২০৯ টাকা : এতে এয়ারটেল গ্রাহকরা পান ভারতবর্ষের যেকোনো নম্বরে আনলিমিটেড কথা বলার সুযোগ। এর সঙ্গে রয়েছে প্রতিদিন ১ জিবি করে ডেটা এবং প্রতিদিন ১০০টি করে এসএমএস। এর বৈধতা হলো ২১ দিন।

Jio ১৪৯ টাকা : জিও গ্রাহকরা এই রিচার্জ প্ল্যান রিচার্জ করলে প্রতিদিন ১ জিবি করে ডেটা এবং ১০০টি করে এসএমএস পাওয়ার পাশাপাশি ভারতবর্ষের যেকোনো নম্বরে আনলিমিটেড কথা বলার সুযোগ পান। এই রিচার্জ প্ল্যানের বৈধতা ২০ দিন।

একইভাবে জিও এবং এয়ারটেল-এর অন্যান্য যেসকল রিচার্জ প্ল্যানগুলি রয়েছে সেগুলির ক্ষেত্রেও এমন টাকার বিরাট ফারাক লক্ষ্য করা যায়।

Advertisements