Airtel নিয়ে এলো Wi-Fi কলিং পরিষেবা, রইলো বিস্তারিত

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : গত ১০ই ডিসেম্বর ভারতের বহুল ব্যবহৃত নেটওয়ার্ক এয়ারটেল ঘোষণা করে যে এয়ারটেলের তরফ থেকে দেশের কিছু অংশে ওয়াই ফাই কলিংয়ের পরিষেবা চালু করা হয়েছে। এয়ারটেলের পোস্টপেইড ও প্রিপেইড ব্যবহারকারী গ্রাহকরা ওয়াই ফাইয়ের মাধ্যমে কলের এই সুবিধাটি পাবেন। এই সুবিধা পেতে গ্রাহকদের কেবল তাদের স্মার্টফোনগুলিতে কিছু সেটিংস চালু করতে হবে এবং তারপর সেই ফোনের থেকে ৪জি নেটওয়ার্ক ব্যবহার করে ওয়াই ফাইয়ের মাধ্যমে কল করতে পারবেন।

নতুন এই ঘোষণা করার সময় এয়ারটেলের তরফ থেকে জানানো হয়, ওয়াই-ফাই কলিং এয়ারটেল স্মার্টফোন গ্রাহকদের ভয়েস কলিংয়ের অভিজ্ঞতা বাড়ানোর জন্য তৈরি করা হয়েছে। বিশেষত যখন তারা বাড়িতে থাকছেন। এয়ারটেল মুখপাত্র জানান, ওয়াই-ফাই কলিংয়ের মাধ্যমে বাড়িতে বা অফিসে ওয়াই-ফাই সহ গ্রাহকরা বাড়ির ভিতরে উন্নত মানের সিগন্যাল পাবেন এবং এয়ারটেল ওয়াই-ফাই কলিংয়ের মাধ্যমে কল করার জন্য কোনও অতিরিক্ত চার্জ নেওয়া হবে না। অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতেও খুব কম পরিমাণ ডাটা খরচ হয়।

এই পর্যন্ত বিষয়টি বেশ ভালো লাগতে পারে কিন্তু এই পরিষেবার কিছু ভালো না লাগার মত বিষয়ও আছে। যার মধ্যে প্রথমটি হলো যে, এই পরিষেবাটি বর্তমানে কেবল দিল্লি এনসিআর অঞ্চলের মধ্যেই চালু করা হয়েছে, দেশের অন্যান্য অঞ্চলে এটি চালু হতে বেশ কিছু সময় লাগবে।

দ্বিতীয়ত, সব ফোনে এই পরিষেবা পাওয়া যাবেনা। কিছু নির্দিষ্ট ফোনেই এই পরিষেবা পাওয়া যাবে। আপাতত যে কটি ফোনে এই পরিষেবা পাওয়া যাবে সেগুলো হলো, স্যামসাং J6, স্যামসাং A10s, স্যামসাং On6, স্যামসাং M30s, এছাড়া আইফোন 6s, আইফোন 6s plus, আইফোন 7, আইফোন 7 plus, আইফোন 8, আইফোন 8 plus, আইফোন X, আইফোন XR, আইফোন XS, আইফোন XS plus, আইফোন 11, আইফোন 11 Pro o আইফোন 11 Pro plus-এ এই পরিষেবা পাওয়া যাবে। রেডমির কিছু ফোন, যেমন শাওমি রেডমি K20, রেডমি K20 pro o পোকো F1a-এ এই পরিষেবা পাওয়া যাবে। তাছাড়া ওয়ানপ্লাস 7, ওয়ানপ্লাস 7pro, ওয়ানপ্লাস 7T ও ওয়ানপ্লাস 7T pro তে এয়ারটেলের এই ওয়াই ফাই কলিংয়ের পরিষেবা পাওয়া যাবে।