বাংলাএক্সপি ডেস্ক: ভারতে টেলিকম মার্কেটে যে সকল টেলিকম সংস্থা পরিষেবা দিচ্ছে তাদের মধ্যে প্রতিযোগিতার নিরিখে সবসময় এগিয়ে রয়েছে জিও এবং এয়ারটেল। এই দুই টেলিকম সংস্থা প্রথম ও দ্বিতীয় স্থানে থাকার পাশাপাশি তাদের তরফ থেকে গ্রাহক টানতে প্রতিদিনই কোনো না কোনো অফার দেওয়া হচ্ছে। ঠিক সেই রকমই এবার বাংলার বুকে রীতিমতো জিওকে চাপে ফেলে দিচ্ছে এয়ারটেল, কেননা তারা এবার ৭৭ শহর ও ২০ লক্ষ পরিবারের সদস্য হয়ে দাঁড়ালো।
জিও ও এয়ারটেল মোবাইল নেটওয়ার্ক পরিষেবা দেওয়ার পাশাপাশি তারা ব্রডব্যান্ড এবং দ্রুতগতির অন্যান্য বিভিন্ন ইন্টারনেট পরিষেবা দিয়ে থাকে। দুই টেলিকম সংস্থারই একই ধরনের বিভিন্ন পরিষেবা রয়েছে। এসব ক্ষেত্রেই এবার জিওকে রীতিমতো চাপে ফেলে মাকড়সার জালের মত পশ্চিমবঙ্গের বুকে জাল ছড়াচ্ছে এয়ারটেল ওয়াইফাই (Airtel Wifi) পরিষেবায়।
পশ্চিমবঙ্গে airtel wi-fi পরিসেবা ইতিমধ্যেই ৭৭ টি শহরে পৌঁছে গিয়েছে বলে তাদের তরফ থেকে দাবি করা হচ্ছে। যে সকল শহরে তাদের পরিষেবা এখন মারমার চলছে সেই সকল শহরগুলি হল শিলিগুড়ি, বহরমপুর, কলকাতা, দুর্গাপুর, দার্জিলিং, আসানসোল, খড়গপুর, মালদা, পুরুলিয়া ইত্যাদি। এমনকি এই সকল শহরের গ্রাহকদের তরফ থেকে বারবার দাবি করা হচ্ছে, জিওর থেকে খরচ সামান্য বেশি হলেও পরিষেবা অনেক ভালো।
এয়ারটেল তাদের ওয়াইফাই পরিষেবার মধ্য দিয়ে কেবলমাত্র নিরবিচ্ছিন্ন ওয়্যারলেস ইন্টারনেট পরিষেবা দিচ্ছে এমন নয়, এর পাশাপাশি তারা দিচ্ছে আনলিমিটেড স্ট্রিমিং, ২২টির বেশি ওটিপি পরিষেবা এবং ৩৫০ টির বেশি টিভি চ্যানেল অ্যাক্সেস। এয়ারটেল তাদের ওয়াইফাই পরিষেবা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় পৌঁছে দেওয়ার পাশাপাশি হু হু করে গ্রাহক সংখ্যা বৃদ্ধি করার ফলে স্বাভাবিকভাবেই দেশের বৃহত্তম টেলিকম সংস্থা জিওকে চাপে পড়তে হবে।
যে সকল গ্রাহকরা এয়ারটেলে এমন ওয়াইফাই পরিষেবা নিতে চাইছেন তাদের এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপ অথবা ৮১৩০১৮১৩০১ নম্বরে ফোন করে এমন পরিষেবার বুক করা যাবে। সংস্থার wifi পরিষেবার ক্ষেত্রে যে সকল প্ল্যান রয়েছে সেগুলি শুরু হচ্ছে ৫৯৯ টাকা থেকে। ৫৯৯ টাকা ছাড়াও ৮৯৯ টাকা, ১০৯৯ টাকা, ১৫৯৯ টাকা এবং ৩৯৯৯ টাকার প্ল্যান রয়েছে।