Airtel AirFiber: চাপ বাড়লো জিওর, এবার ফ্রি ইনস্টলেশনের সঙ্গে এয়ারটেল নিয়ে এলো নতুন AirFiber প্ল্যান

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভারতের টেলিকম বাজারে যে সকল টেলিকম সংস্থা এখনও রমরমিয়ে নিজেদের ব্যবসা চালাচ্ছে তাদের মধ্যে অন্যতম হলো Jio ও Airtel। এই দুই টেলিকম সংস্থা ছাড়াও Vi এবং BSNL থাকলেও তারা অনেকটাই পিছিয়ে পড়েছে। অন্যদিকে প্রতিযোগিতার বাজারে সবসময় একে অপরকে টেক্কা দেওয়ার চেষ্টা চালায় জিও এবং এয়ারটেল। ঠিক সেই রকমই এবার এয়ারটেল এমন এক অফার নিয়ে এলো যাতে জিওর চাপ বাড়বে বলেই মনে করা হচ্ছে।

Advertisements

জিও এবং এয়ারটেল এমন দুই টেলিকম সংস্থা যারা টেলিকম ব্যবসায় দেশের বড় অংশগ্রহণ করে থাকার পাশাপাশি ব্রডব্যান্ড সহ এই ধরনের পরিষেবার ক্ষেত্রেও বড় জায়গা দখল করে রয়েছে। একদিকে যেমন জিও ব্রডব্যান্ড পরিষেবায় জিও এয়ার ফাইবার এনে গ্রাহকদের চমক দিয়েছে, ঠিক সেই রকমই এয়ারটেলের তরফ থেকেও চমক দেওয়া হয়েছে এক্সট্রিম এয়ার ফাইবার (Xstream Air Fiber) এনে। এরই মধ্যে আবার এয়ারটেলের তরফ থেকে তাদের গ্রাহকদের সুখবর দেওয়া হল।

Advertisements

সংস্থার তরফ থেকে এবার খুশির খবর দিয়ে বলা হয়েছে, গ্রাহকদের ইনস্টলেশন চার্জ দিতে হবে না। কেবলমাত্র প্ল্যানের দাম দিলেই গ্রাহকরা পেয়ে যাবেন Xstream Air Fiber কানেকশন। এক্ষেত্রে ইনস্টলেশন চার্জের জন্য এক হাজার টাকা নেওয়া হয়। শুধু এয়ারটেল নয়, অন্যান্য সংস্থার তরফ থেকেও এমন চার্জ নেওয়া হয়ে থাকে। কিন্তু এই ইনস্টলেশন চার্জ এবার পুরোপুরি ছেড়ে দিচ্ছে এয়ারটেল।

Advertisements

আরও পড়ুন ? Alliance or JIO: সস্তা হবে কোনটি? Jio AirFiber নাকি Alliance Broadband

এয়ারটেলে তরফ থেকে অবশ্য এমন ইনস্টলেশন চার্জ ছেড়ে দেওয়ার ক্ষেত্রে কিছু শর্ত রাখা হয়েছে। তবে সেই শর্ত বড় কিছু শর্ত নয়, বরং সেই শর্তে জানানো হয়েছে, গ্রাহকরা যদি একবারে ১২ মাসের প্ল্যানের দাম দিয়ে দেন তাহলে তাদের আর ইনস্টলেশন বাবদ এক হাজার টাকা দিতে হবে না। সংস্থার তরফ থেকে তাদের এই অফারের বিষয়ে নিজেদের ওয়েবসাইটেই ঘোষণা করা হয়েছে।

Xstream Air Fiber এর মান্থলি প্ল্যান হল ৭৯৯ টাকা সঙ্গে জিএসটি। প্ল্যান বেছে নেওয়ার জন্য দুটি বন্দোবস্ত করা হয়েছে, একটি হল ৬ মাস এবং অন্যটি হলো ১২ মাস। ৬ মাসের জন্য লাগবে জিএসটি সহ ৫৬৫৭ টাকা + ১০০০ টাকা ইনস্টলেশন চার্জ। কিন্তু ১২ মাসের প্ল্যান যারা বেছে নেবেন তাদের জিএসটি সহ দিতে হবে কেবলমাত্র ১১৩১৪ টাকা। এক্ষেত্রে ১০০০ টাকা ইনস্টলেশন চার্জ নেওয়া হচ্ছে না।

Advertisements