আম্বানির প্রিয় গাড়ি এটিই, রয়েছে ৩ রংয়ের, দাম শুনলে অবাক হবেন

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বিশ্বের ধনকুবেরদের মধ্যে অন্যতম ধনকুবের হলেন মুকেশ আম্বানি। বিভিন্ন শিল্পে নিজের প্রতিপত্তি বৃদ্ধি করার ফলে এই মুকেশ আম্বানি বিশ্বের ধনকুবেরদের তালিকায় প্রথম সারিতে জায়গা করে নিয়েছেন। বিশ্বের বিভিন্ন জায়গায় তিনি তৈরি করেছেন তার অট্টালিকা ইত্যাদি। এর পাশাপাশি মুকেশ আম্বানির গাড়ির শখও রয়েছে।

Advertisements

আম্বানির গ্যারেজে রয়েছে মেব্যাক 62, মার্সিডিজ-বেঞ্জ জি-ওয়াগেন, রোলস রয়েস ফ্যান্টম ড্রপহেড কুপ, বেন্টলে বেন্টেইগা এবং রেঞ্জ রোভার ভোগের মতো বিলাসবহুল গাড়ি। এর পাশাপাশি মুম্বাই পুলিশকে তিনি বেশ কয়েকটি বিলাসবহুল গাড়ি উপহার হিসাবে দিয়েছেন। যে সকল গাড়ির মধ্যে রয়েছে bmw-র মত গাড়িও।

Advertisements

সম্প্রতি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের নতুন চেয়ারম্যান মুকেশ আম্বানির ছেলে আকাশ আম্বানিকে দেখা গিয়েছে নতুন বেন্টলি বেন্টেইগা। এই গাড়িতে তাকে দেখা যায় যখন তিনি রণবীর কাপুর এবং আলিয়া ভাটের বান্দ্রার ফ্ল্যাটে তাদের সঙ্গে সাক্ষাৎ করতে যান। আকাশ আম্বানিকে ওই গাড়ি নিজেই চালাতে দেখা যায়।

Advertisements

শত্রু মারফত জানা যাচ্ছে, বেন্টলি বেন্টাইগা গাড়িটি মুকেশ আম্বানি এবং তার পরিবারের সদস্যদের অন্যতম জনপ্রিয় একটি গাড়ি। অতি সম্প্রতি তিনি এই গাড়িটি কিনেছেন। দুধ সাদা রংয়ের এই গাড়িটি নজর কাড়া একটি গাড়ি। তবে এই গাড়ি তিনি প্রথম কিনেছেন এমন নয়, এটি নাকি তার এবং তাদের তৃতীয় বেন্টলি বেন্টাইগা গাড়ি। অন্য দুটি গাড়ির রং হলো ব্রাউন এবং রেসিং গ্রিন রঙের।

এই গাড়িটির দাম হল ৪.১০ কোটি টাকা। বিলাসবহুল SUV-টিতে ৪.০ লিটার টুইন-টার্বোচার্জড V৮ পেট্রোল ইঞ্জিন বা ৩.০ লিটার হাইব্রিড রয়েছে। ৩৯৯৬ cc ইঞ্জিন রয়েছে। এক লিটার জ্বালানিতে এই গাড়ি চলে মাত্র ৭.৬ কিলোমিটার।

Advertisements