করোনায় ২৫ কোটি টাকা অনুদান অক্ষয় কুমারের, ব্যাখ্যা শুনলে গর্ববোধ করবেন

নিজস্ব প্রতিবেদন : বিশ্বের পাশাপাশি ভারতেও মহামারির আকার ধারণ করেছে করোনাভাইরাস। আর এই ভাইরাসের সংক্রমণ থেকে দেশকে রক্ষা করতে কেন্দ্র সরকারের তরফ থেকে দেশজুড়ে শুরু করা হয়েছে ২১ দিনের লকডাউন। আর এই লকডাউনের মাঝেই কেন্দ্র সরকার ১ লক্ষ ৭০ হাজার কোটি টাকার আর্থিক প্যাকেজের ঘোষণা করেছে। আর এই যুদ্ধে জয় পেতে দেশের প্রতিটি মানুষকে শামিল হওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পিএম কেয়ার্স নামে একটি ফান্ড তৈরি করেছেন, যাতে দেশের যেকোন মানুষ ইচ্ছামত অনুদান করতে পারেন।

শনিবার এই ফান্ডের কথা প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি তাঁর ট্যুইটার হ্যান্ডেলে তুলে ধরার পর কিছুক্ষণের মধ্যেই বলিউড অভিনেতা অক্ষয় কুমার সেই ট্যুইটটিকে রি-ট্যুইট করে ২৫ কোটি টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেন। অক্ষয় কুমার এমন একজন অভিনেতা যিনি এই প্রথম এই বিপুল পরিমাণ অর্থ অনুদান স্বরূপ দেশের কাজের জন্য দিলেন তা নয়। এর আগেও বারংবার তাকে আমরা দেখেছি দেশের হয়ে, দশের হয়ে কাজ করতে।

তিনি প্রধানমন্ত্রীর ফান্ডে ২৫ কোটি টাকা দেওয়ার পর ট্যুইট করে বলেন, “এই মুহূর্তে একটাই বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেটা হল মানুষের জীবন। যেভাবেই হোক সকলকে রক্ষা করতে হবে। আমি আমার সঞ্চয় থেকে ২৫ কোটি টাকা নরেন্দ্র মোদিজির পিএম-কেয়ার্স তহবিলে দান করছি। আসুন, আমরা প্রতিটি প্রাণকে রক্ষা করার চেষ্টা করি। এই কাজে যেন কোনও ফাঁক না থাকে। মানুষ থাকলেই দুনিয়া থাকবে।”

তবে এই অনুদানের পর অক্ষয় কুমারের স্ত্রী টুইংক্যাল খান্না অক্ষয় কুমারকে জিজ্ঞাসা করেছিলেন, “আমাদের সঞ্চয় থেকে এত বিপুল পরিমাণ অর্থ অনুদান স্বরূপ দেওয়াটা কতটা যুক্তিযুক্ত। আমাদের ভবিষ্যৎ?” আর টুইংক্যাল খান্নার এই প্রশ্নের উত্তরে অক্ষয় কুমার ব্যাখ্যা দিয়ে যা জানিয়েছেন তা শুনে নিজেকে গর্বিত মনে করছেন টুইংক্যাল খান্না। আর সেই উত্তর শুনলে আপনিও অক্ষয় কুমারের মতো একজন অভিনেতাকে নিয়ে গর্ব বোধ করবেন।

অক্ষয় কুমার টুইঙ্কেল খান্নাকে ব্যাখ্যা দিয়ে জানিয়েছেন, “যখন আমি শুরু করেছিলাম তখন আমার কাছে কিছুই ছিল না। এখন আমি জীবনে প্রতিষ্ঠিত হয়েছি। দেশের এই সকল মানুষদের জন্য এত সাফল্য অর্জন করেছি। এখন আমি তাদের বিপদের সময় কিভাবে কিছু না করে পিছিয়ে আসতে পারি?”