PNB Alert: মাথায় হাত গ্রাহকদের! ৩০শে জুনের পরই বন্ধ পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের এই সকল গ্রাহকদের অ্যাকাউন্ট

Prosun Kanti Das

Published on:

Alert All these customer accounts of PNB may be closed after 30th June: ভারতবর্ষের জনপ্রিয় সরকারি ব্যাঙ্কগুলির মধ্যে অন্যতম পাঞ্জাব ন্যাশনাল। যে ব্যাঙ্ক গ্রাহকদের সুবিধা দিতে নানা ধরনের স্কিম চালু করেছে। তবে বর্তমানে গ্রাহকদের জন্য দুঃসংবাদ জানিয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। বলা যায় গ্রাহকদের বিজ্ঞপ্তি জানিয়ে সতর্ক করেছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB Alert)। গ্রাহকদের উদ্দেশ্যে কি সতর্কতা জারি করল পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক? কেনই বা এমন সিদ্ধান্ত নিল?

প্রসঙ্গত, বর্তমানে শেয়ার বাজারে দারুন পারফর্ম করছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। স্টক মার্কেটে বিনিয়োগকারীদের দারুন মুনাফা লাভের সুযোগও দিচ্ছে। যার পরিমাণ প্রায় দ্বিগুণ। ১ বছরের মধ্যেই ১৪৭ শতাংশ রিটার্ন দিয়েছে পিএনবি। তবে এর পাশাপাশি পিএনবি ব্যাঙ্ক গ্রাহকদের জন্য প্রকাশ করলে এক জরুরী বিজ্ঞপ্তি (PNB Alert)। যেখানে জানানো হয়েছে এই ব্যাঙ্কের বেশ কিছু অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে। কোন অ্যাকাউন্টগুলি বন্ধ করার কথা জানিয়েছি পিএনবি?

সম্প্রতিক পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক জরুরী বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, এই ব্যাঙ্কের বেশ কিছু গ্রাহকদের অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে। কোন অঅ্যাকাউন্ট? যেসব অ্যাকাউন্টে গত ৩ বছর ধরে কোনো লেনদেন প্রক্রিয়া কার্যকরী হয়নি এবং যেসব অঅ্যাকাউন্টের ব্যালেন্স ০ হয়ে রয়েছে সেইসব অ্যাকাউন্টগুলি জুন মাসের শেষে অর্থাৎ ৩০ শে জুন বন্ধ করে দেবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। তাই ব্যাঙ্ক তরফে সতর্কতা জারি করে জানানো হয়েছে, যারা এই অ্যাকাউন্ট অঅ্যাক্টিভ রাখতে চান তারা যেন ৩০শে জুনের মধ্যে ব্যাঙ্কে গিয়ে লেনদেন প্রক্রিয়া কার্যকরী করে।

আরও পড়ুন 👉 Bank Holidays July: জুলাই মাসের ব্যাঙ্ক হলিডে লিস্ট দিল RBI, তালিকা দেখে হাত কামড়াবেন

কিন্তু কেন এমন সিদ্ধান্ত ব্যাঙ্ক কর্তৃপক্ষের? গ্রাহকদের অ্যাকাউন্ট বন্ধ করে কি লাভ হবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের? প্রশ্ন উঠতেই এক্স হ্যান্ডেলে এ বিষয়ে স্পষ্টীকরণ করেছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। ব্যাঙ্ক তরফে বলা হয়েছে, ব্যাঙ্কে প্রচুর পরিমাণ অ্যাকাউন্ট ওপেন করে অপব্যবহার করা হচ্ছে। আর সেই অ্যাকাউন্ট অপব্যবহার রোধ করতেই এই সিদ্ধান্ত পিএনবির। গ্রাহকদের সতর্ক করতে ১৫ দিন অন্তর অন্তর সতর্কতা জারি করছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। পাশাপাশি জানানো হচ্ছে ৩০শে জুনের মধ্যে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার কথা।

ব্যাঙ্ক তরফে এও জানানো হয়েছে যে, ৩০শে জুন ২০২৪-এর মধ্যে যেসব গ্রাহকরা অ্যাকাউন্ট অ্যাক্টিভ করবেন না তাদের অ্যাকাউন্ট নোটিফিকেশন ছাড়াই ওই তারিখে বন্ধ করে দেওয়া হবে (PNB Alert)। তবে যে সব অ্যাকাউন্ট ডিম্যাট অ্যাকাউন্টের সাথে লিঙ্ক রয়েছে বা স্টুডেন্টস অ্যাকাউন্ট অথবা SSY/ PMJJBY/ PMSBY/ APY-এর মতো স্কিমের পরিষেবা পাওয়ার জন্য যেসব অ্যাকাউন্ট খোলা রয়েছে সেইসব অ্যাকাউন্টগুলি বন্ধ হবেনা। পাশাপাশি এও বলা হয়েছে যে অ্যাকাউন্ট সংক্রান্ত কোনো সমস্যা হলে বা কোনো গ্রাহক যদি কেওয়াইসি নথি জমা না দেন তাহলে সত্তর স্থানীয় ব্রাঞ্চে গিয়ে যেন যোগাযোগ করে কেওয়াইসি নথি জমা দেন। তা না হলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সক্রিয় করা মুশকিল হয়ে যাবে গ্রাহকদের।