Cyclonic Circulation: তৈরি হয়েছে বিশাল নিম্নচাপ এলাকা, রয়েছে ঘূর্ণির প্রভাব! ফের ঝেঁপে বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : বদলে গিয়েছে আবহাওয়া। গত রবিবার পর্যন্ত যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতিতে এসেছে আমূল পরিবর্তন। দক্ষিণবঙ্গের (South Bengal) পাশাপাশি গোটা রাজ্যেই এই পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। অধিকাংশ জেলার সর্বোচ্চ তাপমাত্রা নেমেছে ৬-৭ ডিগ্রী সেলসিয়াস। সোমবার এবং মঙ্গলবার টানা দুদিন রাজ্যজুড়ে ঝড় বৃষ্টির (Rainfall) ফলেই তাপমাত্রার এমন পতন হয়েছে। আর এসবের মধ্যে ফের হাওয়া অফিসের (Alipore Weather Office) তরফ থেকে বৃষ্টি নিয়ে মেগা আপডেট দেওয়া হল।

৭ মে অর্থাৎ মঙ্গলবার আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে আবহাওয়া সংক্রান্ত যে বুলেটিন পেশ করা হয়েছে তাতে জানানো হয়েছে, তৈরি হয়েছে নিম্নচাপ এলাকা (Cyclonic Circulation)। এর পাশাপাশি রয়েছে ঘূর্ণির প্রভাব। স্বাভাবিকভাবেই বঙ্গোপসাগর থেকে বিপুল পরিমাণে আদ্র বায়ু ঢুকছে দক্ষিণবঙ্গে। আর এর ফলেই আরও কয়েকদিন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, একটি সাইক্লোনিক সার্কুলেশন বাংলাদেশ এবং পার্শ্ববর্তী অঞ্চলের মধ্যে অবস্থান করছে। যেটি সমুদ্রপৃষ্ট থেকে ১.৫ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। অন্যদিকে একইভাবে আরও একটি সাইক্লোনিক সার্কুলেশন অবস্থান করছে উত্তর-পূর্ব মধ্যপ্রদেশ এবং পার্শ্ববর্তী এলাকায়। দক্ষিণ ঝাড়খন্ড থেকে পশ্চিম মধ্যপ্রদেশ পর্যন্ত নিম্নচাপ এলাকাটি এখন ওড়িশা উত্তরের অভ্যন্তরীণ এলাকা থেকে ছত্তিশগড় ও মধ্যপ্রদেশ হয়ে দক্ষিণ পূর্ব রাজস্থান পর্যন্ত বিস্তৃত রয়েছে।

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, ৮ মে অর্থাৎ বুধবার দক্ষিণবঙ্গের দুই একটি জেলায় ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে এবং বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। ৯ মে বৃহস্পতিবারও একই রকম পরিস্থিতি থাকবে।

আরও পড়ুন ? IRCTC Hotel Booking: স্টেশনে রাত কাটানোর চিন্তার দিন শেষ! এবার মিলবে আলিশান রুম, তাও আবার জলের দরে

১০ মে শুক্রবার বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণায় ঘন্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঐদিন নদীয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টি হতে পারে। এছাড়াও ঐদিন দক্ষিণবঙ্গের আরও এক দুটি জেলাতে ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে বলে জানানো হয়েছে।

১১ মে শনিবার পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার কোন কোন জায়গায় ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ের দেখা মিলতে পারে। এর পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির দেখা মিললেও মিলতে পারে। ঐদিন দক্ষিণবঙ্গের অন্যান্য জেলার কোথাও কোথাও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে।