Jio গ্রাহকদের জন্য সুখবর, যে কোনও নেটওয়ার্কে মিলবে Unlimited ফ্রি কল

Madhab Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : দেশের সবথেকে বড় টেলিকম সংস্থার মুকেশ আম্বানির রিলায়েন্স Jio প্রতিনিয়ত নতুন নতুন অফারে ডালি গ্রাহকদের সামনে তুলে ধরে সকলের মন জয় করে চলেছে। যে কারণে তাদের গ্রাহক সংখ্যা দিন দিন বাড়ছে, দেখতে দেখতে সংখ্যা দাঁড়িয়েছে ৪০ কোটির বেশি। আর এই সমস্ত এবার নতুন বছরে গ্রাহকদের জন্য আনতে চলেছে সবথেকে বড় সুখবর।

Trai-এর IUC-র জন্য গত বছর অর্থাৎ ২০১৯ সালের ডিসেম্বর মাসে মুকেশ আম্বানির এই সংস্থা তাদের ট্যারিফে একাধিক রদবদল এনেছিল। আর এই রদবদলের ফলে বেড়ে গিয়েছিল Jio গ্রাহকদের মোবাইল খরচ। পাশাপাশি নির্দিষ্ট মিনিট এরপর অন্য নেটওয়ার্কে কল করার ক্ষেত্রে Jio গ্রাহকদের গুনতে হচ্ছিল আলাদা করে মাশুল। যার পরেই দেশজুড়ে প্রতিক্রিয়া শুরু হয়, ‘কথা দিয়ে কথা রাখেন নি আম্বানি।’ তবে এবছর একেবারে শেষ লগ্নে জানা গেল নতুন বছরের শুরু থেকেই Jio গ্রাহকরা যে কোন নেটওয়ার্কে কল করতে পারবেন বিনামূল্যে।

পিটিআই সূত্রে জানা গিয়েছে, Trai-এর তরফ থেকে যে IUC বসানো হয়েছিল তা তুলে নেওয়ার ঘোষণা করা হয়েছে। যার ফলে ২০২১ সালের ১লা জানুয়ারি থেকেই Jio গ্রাহকদের নির্দিষ্ট ফ্রি মিনিট বলে আর কিছু থাকছে না। এখন থেকে যেকোন নেটওয়ার্কে কল করতে পারবেন বিনামূল্যে।

Jio টেলিকম সংস্থার তরফ থেকে জানানো হয়েছিল, Trai যতদিন না পর্যন্ত এই চার্জ তুলে নিচ্ছে ততদিন তাদের গ্রাহকদের অন্য নেটওয়ার্কে কল করার জন্য নির্দিষ্ট ফ্রি মিনিটের পর মাশুল গুনতে হবে। Trai এই চার্জ তুলে নিলো, তাই Jio এই চার্জ তুলে নেবে গ্রাহকদের থেকেও। আর ২০২০-র অন্তিম লগ্নে এসে ট্রাই সেই IUC চার্জ তুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় সংস্থার তরফ থেকেও IUC চার্জ তুলে নিলো।