নবান্নের নির্দেশে শুরু হলো ভিনরাজ্যে আটকে পড়া মানুষদের তালিকা তৈরির প্রক্রিয়া

Madhab Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে শুরু হয়েছে লকডাউন। আর এই লকডাউনের কারণে এ রাজ্যের অজস্র বাসিন্দা আটকে পড়েছেন ভিন রাজ্যে। কেউ শ্রমিকের কাজ করতে গিয়ে, কেউ আবার ভিন রাজ্যে চিকিৎসা করাতে গিয়ে এই বিপত্তির মধ্যে পড়েছেন। তবে ওই সকল আটকে পড়া মানুষরা যেখানে আটকে পড়েছেন সেখানে জীবনযাপনের জন্য নূন্যতম পরিষেবাটুকু পান তার জন্য তাদের তালিকা তৈরি করার নির্দেশ দিয়েছে নবান্ন। নির্দেশমতো জেলায় জেলায় শুরু হয়েছে ভিন রাজ্যে আটকে পড়া মানুষদের তালিকা তৈরির কাজ।

রাজ্যের অনেক জেলা রয়েছে যেসব জেলার মানুষেরা এই মুহূর্তে আটকে রয়েছেন কর্ণাটক, কেরল, তেলেঙ্গানা, রাজস্থান ইত্যাদি প্রদেশে। তেমনই বীরভূমের নানুর, খয়রাশোল, মহঃবাজার, বোলপুর, সিউড়ি, মল্লারপুর, নলহাটি, রামপুরহাট ইত্যাদি বিভিন্ন এলাকার মানুষ কেউ শ্রমিকের কাজ করতে গিয়ে অথবা চিকিৎসা করাতে গিয়ে আটকে পড়েছেন। এমত অবস্থায় নবান্ন প্রত্যেকটি জেলার জেলাশাসকদের নির্দেশ দিয়েছেন এরকম মানুষদের নাম, ফোন নম্বর, ঠিকানা ও অন্যান্য তথ্য সহ তালিকা তৈরি করতে। তথ্য সংগ্রহ করে দ্রুত তা নবান্ন পাঠানোর নির্দেশও দেওয়া হয়েছে।

ভিন রাজ্যে আটকে পড়া মানুষদের তালিকা তৈরি করা হবে প্রত্যেক জেলার ব্লক আধিকারিক, পঞ্চায়েত সমিতি ও পঞ্চায়েত সচিবদের মাধ্যমে বলে সূত্রের খবর। আর নবান্নের নির্দেশ পাওয়ার পরই অন্যান্য জেলার মত বীরভূমেও শুরু হয়েছে তালিকা তৈরীর কাজ।তালিকা তৈরি হয়ে গেলে তালিকা অনুযায়ী এ রাজ্যের যে সকল মানুষ অন্য রাজ্যে আটকে পড়েছেন সেই সকল রাজ্য সরকারের সাথে তথ্য দিয়ে কথা বলা হবে, অনুরোধ করা হবে তাদের রাজ্যে আটকে পড়া আমাদের রাজ্যের মানুষদের সুস্থ ও সুরক্ষিত রাখার বিষয়ে।