নিজস্ব প্রতিবেদন : গতকাল অর্থাৎ মঙ্গলবার থেকে বিভিন্ন সংবাদমাধ্যমে স্কুল খোলা নিয়ে একটি খবর সম্প্রচারিত হয়। যে খবরে জানানো হয়, “কেন্দ্রীয় সরকারের নির্দেশে স্বাস্থ্যবিধি মেনে খুলে যাচ্ছে দেশের সব স্কুল। তবে ক্লাসে সপ্তম শ্রেণী পর্যন্ত ছাত্র-ছাত্রীদের আসতে হবে না স্কুলে। ক্লাস হবে অষ্টম থেকে দ্বাদশ ৫ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের। শিক্ষক ও শিক্ষিকাদের স্কুলে মাস্ক ও গ্লাভস ব্যবহার করতে হবে। প্রতিটি স্কুলে রাখতে হবে থার্মাল স্ক্রিনিংয়ের ব্যবস্থা। তিনজন বসার বেঞ্চগুলিতে দু’জনের বেশি পড়ুয়া বসতে পারবে না।” আর এই খবর সম্প্রচারিত হওয়ার পর থেকেই নানান মহলে উঠতে থাকে নানান প্রশ্ন।
যে সকল সংবাদ মাধ্যমে এই খবর সম্প্রচারিত করা হয় সেই সকল সংবাদ মাধ্যমে আরও দাবি করা হয়, “মঙ্গলবার এই সিদ্ধান্তের কথা ঘোষণা করে জানিয়ে দিয়েছে কেন্দ্র সরকার। নির্দেশে বলা হয়েছে, স্কুলগুলি খোলা হবে জোন অনুযায়ী। প্রথমে গ্ৰীন, তারপর অরেঞ্জ, আর শেষে রেড জোনে। তবে স্কুল খুললেও ছাত্র-ছাত্রীদের উপস্থিতির হার ৩০ শতাংশের বেশি করা যাবে না। অর্থাৎ স্কুল কর্তৃপক্ষকে ছাত্র-ছাত্রীদের ঘুরিয়ে ফিরিয়ে পড়াতে হবে। এই নির্দেশ লাগু হবে শুধুমাত্র অষ্টম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের জন্য। বাকি নিচু ক্লাসের পড়ুয়াদের স্কুল আসতে হবে না।”
কিন্তু এই খবরের সত্য কতটা? এ নিয়েই বুধবার কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে একটি ট্যুইট করা হয়। যাতে জানানো হয়, “কোন স্কুল, কলেজ অথবা শিক্ষা প্রতিষ্ঠানকে লকডাউনের মধ্যে খোলার অনুমতি দেওয়া হয়নি।” অর্থাৎ যে খবর গতকাল থেকে রটেছিল তা সম্পূর্ণ ভুয়ো বলে দাবি করা হয় কেন্দ্র সরকারের তরফ থেকে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে আরও জানানো হয়, “স্বরাষ্ট্রমন্ত্রক দেশের প্রতিটি রাজ্যকে স্কুল খোলার বিষয়ে অনুমতি দিয়েছে এমন যে খবর সম্প্রচারিত হয়েছে তা ভুল। এখনো পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে এমন কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। দেশের সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার বিষয়ে যে নির্দেশাবলী ছিল তাই বহাল আছে।”
#FactCheck
Claim: MHA permits all States to open schools.Fact: No such decision taken by MHA. All Educational institutions are still prohibited to open, throughout the country.#FakeNewsAlert#COVID19#IndiaFightsCoronavirus pic.twitter.com/mSWfIDWwNs
— Spokesperson, Ministry of Home Affairs (@PIBHomeAffairs) May 26, 2020
প্রসঙ্গত, ভারতে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে থাকার পর থেকেই অর্থাৎ মার্চ মাস থেকেই সমস্ত রকম স্কুল-কলেজ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় সরকারের তরফ থেকে। তারপর থেকেই এখনো এই নির্দেশই বহাল রয়েছে। লকডাউন চতুর্থ দফায় পা রাখার সাথে সাথেই সংবাদমাধ্যমে স্কুল কলেজ বা অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে নানান খবর রটতে থাকে। আর সেই সকল খবর নিয়ে নানান মহলে নানান প্রশ্ন উঠতে শুরু করে। যার পরে অবশেষে মুখ খুলল স্বরাষ্ট্রমন্ত্রক। যা নিয়ে দেওয়া হলো এখনো পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নিয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ হয়নি।