নিজস্ব প্রতিবেদন : কেন্দ্র সরকারের তরফ থেকে ইদানীংকালে ভেহিকেল আইনে বেশকিছু রদবদল করা হয়েছে। আর এই সকল রদবদলে নতুন সংযোজন হেলমেট। কেন্দ্রে তরফ থেকে শুধু এই নির্দেশিকা জারি করে স্পষ্ট জানানো হয়েছে, বাইক আরোহীরা চালকরা সংক্রান্ত এই নির্দেশিকা পালন না করলে তাদের মোটা অঙ্কের জরিমানার সম্মুখীন হতে হবে।
কেন্দ্রের তরফ থেকে সদ্য জারি করা হেলমেট সংক্রান্ত এই নির্দেশিকা মূলত অবিরাম ঘটে চলা পথদুর্ঘটনায় বাইক চালক এবং আরোহীদের প্রাণ বাঁচানোর প্রচেষ্টায়। কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে, তাদের দ্বারা নির্দিষ্ট করে দেওয়া বিশেষ হেলমেটই বাইক চালক এবং আরোহীদের ব্যবহার করতে হবে।
মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে, ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড বা বিআইএস (BIS) ছাপ দেওয়া হেলমেট পড়তে হবে বাইক চালক এবং আরোহীদের। এই বিশেষ ছাপ না থাকা হেলমেট পরা আর না পরা সমান বলে জানানো হয়েছে। পাশাপাশি কেন্দ্রের তরফ থেকে জানানো হয়েছে এই BIS মার্ক না থাকা হেলমেট বিক্রিয় করতে পারবেন না বিক্রেতারা। নতুন এই নিয়ম চালু হবে একুশের জুন মাস থেকে।
হেলমেট সম্পর্কিত সুপ্রিম কোর্টের একটি নির্দেশিকায় ২০১৮ সালে একটি কমিটি গঠন করা হয়। এই কমিটি গঠন করা হয় মূলত দেশের আবহাওয়ার কথা মাথায় রেখে হালকা ধরনের হেলমেট ব্যবহার নিয়ে। এই কমিটিতে ছিলেন এইমসের চিকিৎসক এবং বিশেষজ্ঞরা। সেই কমিটি হালকা এবং মানসম্পন্ন হেলমেট তৈরি করা এবং ব্যবহার করার সুপারিশ করে। আর সেই সুপারিশ কেন্দ্র গ্রহণ করে।