কাস্তে-হাতুড়ি, লাল ছেড়ে দলীয় পতাকার রং বদলাতে চলেছে ফরওয়ার্ড ব্লক

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : সারা ভারত ফরওয়ার্ড ব্লক তাদের দলীয় পতাকা রং থেকে আরও একাধিক পরিবর্তন আনতে চলেছে। এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত। এই পরিবর্তন আসতে পারে আগামি ডিসেম্বর মাসে। পরিবর্তন এলে তা সারা ভারত ফরওয়ার্ড ব্লকের তরফ থেকে অন্যতম পদক্ষেপ হতে চলেছে তা অনস্বীকার্য।

Advertisements

Advertisements

সূত্র মারফত জানা যাচ্ছে, সারা ভারত ফরওয়ার্ড ব্লক তাদের দলীয় পতাকা থেকে বাদ দিতে চলেছে কাস্তে-হাতুড়ি, লাল রং। পরিবর্তে ফিরে আসতে চলেছে নেতাজি সুভাষচন্দ্র বসু নাগপুরে যে তেরঙ্গা উত্তোলন করেছিলেন তা। নাগপুরে নেতাজি সুভাষচন্দ্র বসুর উত্তোলন করা তেরঙ্গার মাঝে রয়েছে বাঘের অববয়। আগামী ডিসেম্বর মাসে ভুবনেশ্বরে যে কাউন্সিল অনুষ্ঠিত হতে চলেছে সেখানেই এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

Advertisements

বর্তমানে সারা ভারত ফরওয়ার্ড ব্লকের যে দলীয় পতাকা রয়েছে তা সম্পূর্ণ লাল। আর এই লাল পতাকায় রয়েছে বাঘ এবং কাস্তে হাতুড়ি। এবার সেই ভোল বদল করতে চলেছে তারা। শ্রমজীবী এবং কৃষিজীবী মানুষদের প্রতীক কাস্তে-হাতুড়ি ছাড়তে চলেছে তারা। পরিবর্তে ফরওয়ার্ড ব্লকের দলীয় পতাকা আসছে জাতীয়তাবাদের রং।

রাজনৈতিক মহলের বিশেষজ্ঞরা এই সিদ্ধান্ত নিয়ে মনে করছেন, একের পর এক ভোটে ভরাডুবি হয়েছে বামেদের। বামেদের এই ভরাডুবিতে ক্ষতিগ্রস্ত প্রতিটি শরিক দল। আর এই ভরাডুবি থেকে নিজেদের সামাল দিতে জাতীয়তাবাদকে আঁকড়ে ধরতে চাইছে ফরওয়ার্ড ব্লক। তবে তাদের এই হঠাৎ সিদ্ধান্ত গ্রহণ নিয়েও উঠছে নানান প্রশ্ন। কেউ কেউ মনে করছেন বিজেপিকে প্রতিহত করতেই এই ধরনের ভাবনা শুরু করেছে ফরওয়ার্ড ব্লক।

তবে বিজেপিকে প্রতিহত করার যুক্তিকে খন্ডন করেছে ফরওয়ার্ড ব্লক নেতৃত্ব। তাদের দাবি বিজেপির জাতীয়তাবাদ হল হিন্দুত্ববাদ জাতীয়তাবাদ। এর সঙ্গে ফরোয়ার্ড ব্লকের দলীয় পতাকা পরিবর্তনের কোনো সম্পর্ক নেই। যদিও দলীয় পতাকা পরিবর্তনের এই সিদ্ধান্ত দলীয় কাউন্সিলে কতটা গ্রহণ হয় তাই এখন দেখার।

Advertisements